হোম > বিশ্ব > আফ্রিকা

আইভরি কোস্টের প্রধানমন্ত্রীকে অপসারণ, ভেঙে দেওয়া হলো সরকার

পশ্চিম আফ্রিকার দেশ আইভরি কোস্টের প্রধানমন্ত্রীকে অপসারণ করেছেন দেশটির প্রেসিডেন্ট আলাসানে ওউত্তারা। সেই সঙ্গে সরকার ভেঙে দেওয়া হয়েছে। শুক্রবার (৬ অক্টোবর) প্রেসিডেন্টের মুখ্যসচিব আবুদ্রামানে সিসে এ তথ্য জানিয়েছেন বলে উল্লেখ করেছে বার্তা সংস্থা রয়টার্স।

তবে আকস্মিক ও অপ্রত্যাশিত এ পদক্ষেপের কোনো কারণ উল্লেখ করেনি প্রেসিডেন্টের দপ্তর।

প্রেসিডেন্টের মুখ্যসচিব বলেছেন, ‘বিগত বছরগুলোতে জাতির সেবা করা এবং তাঁদের অঙ্গীকারের জন্য প্রেসিডেন্ট আলাসানে প্রধানমন্ত্রী প্যাট্রিক আচি এবং সরকারের সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।’

নতুন প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভা গঠনের আগে পর্যন্ত সরকারে বর্তমান দায়িত্বপ্রাপ্তরাই অস্থায়ীভাবে দায়িত্ব পালন করবেন।

আইভরি কোস্টের প্রেসিডেন্টের নির্বাহী আদেশে সরকারে ব্যাপক ও অপ্রত্যাশিত পরিবর্তন এটিই প্রথম নয়। পশ্চিম আফ্রিকার দেশটির রাজনীতিতে এমন ঘটনা অনেকটা স্বাভাবিকই।

মন্ত্রিসভার আকার ছোট করার জন্য প্রেসিডেন্ট ওউত্তারা মন্ত্রীর সংখ্যা কমানোর পরিকল্পনা ঘোষণা করার পর গত বছরের এপ্রিলে প্রধানমন্ত্রী আচি তাঁর এবং তাঁর সরকারের পদত্যাগের ঘোষণা দিয়েছিলেন। এর এক সপ্তাহ পর প্রধানমন্ত্রীকে পুনর্নিযুক্ত করা হয়।

আইভরি কোস্টে ২০২৫ সালে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বর্তমান প্রেসিডেন্ট ওউত্তারা ২০২০ সালে পুনর্নির্বাচিত হয়েছেন। তিনি আবার প্রতিদ্বন্দ্বিতা করবেন কি না তা এখনো স্পষ্ট করেননি।

নাইজেরিয়ায় ক্যাথলিক স্কুলের অপহৃত আরও ১৩০ শিক্ষার্থী মুক্ত

এবার জোহানেসবার্গের পানশালায় বন্দুকধারীদের গুলি, নিহত ৯

সুদানে যোদ্ধা পাঠাচ্ছে আরব আমিরাতের ঠিকাদার, ট্রাম্প নিষেধাজ্ঞা দিলেন কলম্বিয়ানদের

সোনা খুঁজতে গিয়েছিল দুই কিশোর, খনি ধসে চাপা পড়ে হলো মৃত্যু

বেনিনে সামরিক অভ্যুত্থান ঠেকিয়ে দিল সরকার অনুগত সেনারা

দক্ষিণ আফ্রিকায় হোস্টেলে ঢুকে এলোপাতাড়ি গুলি, নিহত অন্তত ১১

মুসলিম ব্রাদারহুড নিষিদ্ধের নির্দেশ ট্রাম্পের, নেপথ্যে সুদানকেন্দ্রিক আরব বিশ্বের নয়া ভূরাজনীতি

নামিবিয়ার নির্বাচনে আবারও জয়ী ‘অ্যাডলফ হিটলার’

রাশিয়ার হয়ে যুদ্ধে ১৭ যুবককে প্ররোচনার অভিযোগ—জ্যাকব জুমার মেয়ের পদত্যাগ

ভোটে পরাজয় টের পেয়ে গিনি বিসাউয়ের প্রেসিডেন্টই কি ঘটালেন সামরিক অভ্যুত্থান