হোম > বিশ্ব > আফ্রিকা

চাদে নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত নিতে সংলাপে জান্তা সরকার 

অনলাইন ডেস্ক

অবশেষে সামরিক জান্তা সরকারের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছে দেশটির বিভিন্ন স্তরের প্রতিনিধিরা। বহুল প্রতীক্ষিত এই বৈঠকটি আরও আগে শুরু হওয়ার কথা থাকলেও নির্ধারিত সময়ের ৩ সপ্তাহেরও বেশি সময় পর শুরু হলো। দেশটির জান্তা সরকার এই বৈঠককে ‘সিদ্ধান্ত গ্রহণকারী’ মুহূর্ত বলে আখ্যা দিয়েছে। 

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল–জাজিরার এক প্রতিবেদন থেকে জানা গেছে, চাদের রাজধানী এনজেমেনায় এই বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে দেশটির সামরিক বাহিনী, সুশীল সমাজ, বিরোধী দলীয় নেতৃবৃন্দ, ব্যবসায়ী নেতৃবৃন্দ, সশস্ত্র বিদ্রোহী গ্রুপগুলোর নেতৃবৃন্দসহ সব মিলিয়ে ১ হাজার ৪০০ জনেরও বেশি প্রতিনিধি অংশগ্রহণ করবেন। তবে, দেশটির বেশ কয়েকটি বিরোধী দল এই বৈঠক বর্জন করেছে। 

 ‘জাতীয় সংলাপ’ নামে পরিচিত এই সংলাপটির উদ্যোক্তা মূলত চাদের সেনাবাহিনীর জেনারেল ও দেশটির বর্তমান শাসক মাহামাত ইদরিস দেবাই। তিনি এই আলোচনাকে ‘দেশের ইতিহাসে একটি সিদ্ধান্তমূলক মুহূর্ত’ হিসেবে উল্লেখ করেছেন। এর আগে, গত ১৫ জানুয়ারি দেশটির রাজধানীতে জাতীয় ঐক্যের প্রতীক একটি ভাস্কর্য উদ্বোধন করেন। 

দেবাই বলেছেন, বৈঠকে অনুষ্ঠিতদের উচিত তাঁর ১৮ মাসের সামরিক শাসনের পর একটি ‘অবাধ ও গণতান্ত্রিক নির্বাচনের পথ উন্মুক্ত করা’। আলোচনার এজেন্ডায় রয়েছে স্থায়ী শান্তি, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সংস্কার এবং একটি নতুন সংবিধান যা গণভোটে রাখা হবে। দেবাই গত বুধবার একটি আদেশে স্বাক্ষর করেছেন, যেখানে বলা হয়েছে এই বৈঠকে গৃহীত সিদ্ধান্তগুলো আইনিভাবে প্রতিপালন বাধ্যতামূলক বলে বিবেচিত হবে। 

উল্লেখ্য, ২০২১ সালের এপ্রিলে তাঁর বাবার দীর্ঘ ৩০ বছরের শাসনের অবসানের মাত্র ৩৭ বছর বয়সে চাদের রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করেন দেবাই। 

দক্ষিণ আফ্রিকার সোনার খনিতে আর কোনো শ্রমিক আটকা নেই বলে ধারণা

সোনার খনিতে শতাধিক শ্রমিকের মৃত্যু, আটকা আরও ৫০০

সেনাবাহিনীর ভুলে নাইজেরিয়ায় ১৬ জন সাধারণ মানুষ নিহত

আত্মহত্যার চেষ্টাকে ‘অপরাধ’ গণ্য করা অসাংবিধানিক: কেনিয়ার হাইকোর্ট

শীতকালীন পার্টিতে সবাই কেন নাইজেরিয়ায় ছুটছে

চাদের প্রেসিডেন্টের বাসভবনে হামলা, নিহত ১৯

কেনিয়ায় সরকারবিরোধী বিক্ষোভে নির্বিচার গুম-খুন, যেভাবে ধামাচাপা দিয়েছে পুলিশ

জিম্বাবুয়েতে মৃত্যুদণ্ডের বিধান বাতিল

সিংহ ভরা জঙ্গলে পাঁচ দিন, বেঁচে ফিরে অনন্য নজির ৮ বছরের বালকের

যাত্রী নিয়ে ট্রাক উল্টে পড়ল নদীর খাদে, নিহত ৭১

সেকশন