Ajker Patrika
হোম > বিশ্ব > আফ্রিকা

হেলিকপ্টার বিধ্বস্তের পর ১২ ঘণ্টা সাঁতরে তীরে ফিরলেন মন্ত্রী 

অনলাইন ডেস্ক

হেলিকপ্টার বিধ্বস্তের পর ১২ ঘণ্টা সাঁতরে তীরে ফিরলেন মন্ত্রী 

আফ্রিকার দেশে মাদাগাস্কারের উত্তর-পূর্বাঞ্চলের এক দ্বীপের উপকূলে বিধ্বস্ত হয় হেলিকপ্টার। এতে বেঁচে যাওয়া দুই আরোহীর মধ্যে ছিলেন এক মন্ত্রী। ওই মন্ত্রী প্রায় ১২ ঘণ্টা সাঁতার কেটে নিকটবর্তী দ্বীপে নিরাপদে পৌঁছেছেন। কর্তৃপক্ষের বরাত দিয়ে এমনটি জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। 

 পুলিশ জানায়, গত সোমবার হেলিকপ্টার বিধ্বস্তের পর আরও দুই আরোহীর সন্ধানে তল্লাশি অভিযান চলছে। এই বিধ্বস্তের কারণ এখনো পরিষ্কার নয় বলে জানিয়েছ পুলিশ ও বন্দর কর্তৃপক্ষ। 
 
এএফপির প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার সকালে মাদাগাস্কারের পুলিশ বিষয়ক মন্ত্রী সের্গে গেলে এবং এক পুলিশ কর্মকর্তা আলাদাভাবে সমুদ্র পাড়ের শহর মাহামবোতে পৌঁছান। এর আগে তাঁরা বিধ্বস্ত হওয়া হেলিকপ্টারটি থেকে নিজেদের বের করে নিতে সক্ষম হন বলে জানিয়েছেন বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান জেন-এডমন্ড রান্দ্রিয়ানানতেনিয়া। 

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা একটি ভিডিওতে ৫৭ বছর বয়সী গেলেকে একটি ডেক চেয়ারে ক্লান্ত অবস্থায় শুয়ে রয়েছেন। তখনো তিনি ছদ্মবেশী পোশাকে ছিলেন। 

 ওই ভিডিও বার্তায় তাঁকে বলতে শোনা যায়, ‘আমার মৃত্যুর সময় এখনো আসেনি।’ 

 গত সোমবার সকালে মাদাগাস্কারের উত্তর-পূর্ব উপকূলে একটি জাহাজের ধ্বংসাবশেষের জায়গা পরিদর্শনে যাচ্ছিলেন সের্গে গেলে। ওই দিন তাঁকে ও তাঁর সহযাত্রীদের বহনকারী হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। 

গতকাল মঙ্গলবার মাদাগাস্কারের পুলিশ প্রধান জাফিসামবাত্রা রাভোয়াভি জানান,  জাহাজডুবির ঘটনায় অন্তত ৩৯ জনের মৃত্যু হয়েছে। 

 

মেক্সিকোর সমান বড় এই বন নিয়ে নতুন তথ্য দিলেন গবেষকেরা

সুদান থেকে যেভাবে পাচার হচ্ছে কোকাকোলা ও দামি চকলেটের মূল উপাদান

সুদানে এক বছর বয়সী শিশুদেরকেও ধর্ষণ করছে সশস্ত্র সেনারা: ইউনিসেফ

সুদানে উড়োজাহাজ দুর্ঘটনায় ৪৬ জনের মৃত্যু

কঙ্গোর পূর্বাঞ্চলে সংঘর্ষে দুই মাসে নিহত ৭ হাজারে বেশি: প্রধানমন্ত্রী

বিশ্বের প্রথম সমকামী ইমাম মুহসিন হেনড্রিকসকে গুলি করে হত্যা

মালিতে সোনার খনি ধসে নিহত ৪০

টেকনোক্র্যাট সরকার গঠনের পথে সুদান

লিবিয়ায় দুটি গণকবরে মিলল ৫০ অভিবাসীর মরদেহ

৯৫ বছর বয়সে প্রয়াত হলেন নামিবিয়ার ‘জাতির পিতা’ নুজোমা