হোম > বিশ্ব > আফ্রিকা

চাদের প্রেসিডেন্টের বাসভবনে হামলা, নিহত ১৯

অনলাইন ডেস্ক

আপডেট: ০৯ জানুয়ারি ২০২৫, ২২: ১৪
চাদের বর্তমান রাষ্ট্রপতি মাহামত ডেবি। ছবি: এএফপি

আফ্রিকার দেশ চাদের প্রেসিডেন্টের ভবনে হামলা চালিয়েছে অস্ত্রধারীরা। তবে এ ঘটনায় শেষ পর্যন্ত হামলাকারীদেরই ১৮ জন নিহত হয়েছে। এ সময় নিরাপত্তা বাহিনীর এক সদস্যও নিহত হন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত তিনজন। আজ বৃহস্পতিবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, এ ঘটনায় এখন পর্যন্ত ছয়জনকে আটক করা হয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, বুধবার রাতে এ হামলার ঘটনাটি ঘটে। এ সময় চাদের প্রেসিডেন্ট মাহামত ডেবি ইতনো প্রেসিডেন্ট ভবনের ভেতরেই ছিলেন। দেশটির নিরাপত্তা কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়েছে।

বুধবার গভীর রাতে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আবদেরামান কৌলামাল্লাহ সেনাবাহিনী পরিবেষ্টিত প্রেসিডেন্ট ভবনের ভেতর থেকে ফেসবুক লাইভে আসেন। এ সময় তিনি বলেন, ‘পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে। এখন আর কোনো ভয় নেই।’

আজ বৃহস্পতিবার রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে কৌলামাল্লাহ প্রেসিডেন্ট ভবনের নিরাপত্তারক্ষীদের প্রশংসা করেন। তিনি বলেন, ‘হামলাকারীদের সবাই মাদকাসক্ত ছিল। ভবনের নিরাপত্তাকর্মীরা সতর্কতার সঙ্গে তাদের প্রতিহত করেছে।’ এটি সন্ত্রাসী হামলা কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘সম্ভবত সন্ত্রাসী হামলা নয়, কারণ হামলাকারীরা রাজধানী এন জামেনার স্থানীয় যুবক ছিল।’

চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ের চাদ সফরের দিনেই এই হামলার ঘটনাটি ঘটেছে। সফরে এসে প্রেসিডেন্ট ডেবি ইতনোকে চাদে সাংবিধানিক শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠার জন্য অভিনন্দন জানান ওয়াং ই।

এ ঘটনার পরপরই অনলাইনে গুজব ছড়িয়ে পড়ে, হামলাটি ইসলামিক জঙ্গিগোষ্ঠী বোকো হারামের কাজ। কারণ, বোকো হারাম এক দশকেরও বেশি সময় ধরে আফ্রিকায় পশ্চিমা শিক্ষার বিরুদ্ধে বিদ্রোহ করে আসছে। তারা নাইজেরিয়ার উত্তর-পূর্বে ইসলামি আইন প্রতিষ্ঠা করতে চায়। বোকো হারামের এই বিদ্রোহ ক্যামেরুন, নাইজার, চাদসহ প্রতিবেশী পশ্চিম আফ্রিকার দেশগুলোতেও ছড়িয়ে পড়েছে।

প্রায় ১ কোটি ৮০ লাখ জনসংখ্যার দেশ চাদ। বিতর্কিত প্রেসিডেন্ট নির্বাচনের আগে থেকেই রাজনৈতিক অস্থিরতায় ভুগছে দেশটি। বর্তমান প্রেসিডেন্ট ডেবি ইতনো ২০২১ সালে তাঁর বাবার মৃত্যুর পর সামরিক শাসনের সময়কালে অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে দেশের নেতৃত্ব দিয়েছিলেন।

সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা factcheck@ajkerpatrika.com

শীতকালীন পার্টিতে সবাই কেন নাইজেরিয়ায় ছুটছে

কেনিয়ায় সরকারবিরোধী বিক্ষোভে নির্বিচার গুম-খুন, যেভাবে ধামাচাপা দিয়েছে পুলিশ

জিম্বাবুয়েতে মৃত্যুদণ্ডের বিধান বাতিল