হোম > বিশ্ব > আফ্রিকা

কেনিয়ায় স্কুলে আগুন, ১৭ শিক্ষার্থী নিহত

আফ্রিকার দেশ কেনিয়ায় একটি স্কুলে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ১৭ শিক্ষার্থী নিহত হয়েছে। আহত হয়েছে আরও বেশ কয়েকজন। পুলিশ জানিয়েছে, হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার এই অগ্নিকাণ্ড ও হতাহতের ঘটনা ঘটে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

পুলিশের মুখপাত্র রেসিলা ওনয়াঙ্গো জানিয়েছেন, কেনিয়ার মধ্যাঞ্চলের নিয়েরি অঞ্চলে একটি পাহাড়ের পাশে অবস্থিত এন্দারাশা একাডেমিতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তিনি জানিয়েছেন, আহত অবস্থায় বেশ কয়েকজনকে হাসপাতালে নেওয়া হয়েছে। 

ওনয়াঙ্গো বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, ‘অগ্নিকাণ্ডের ঘটনায় আমরা ১৭ শিক্ষার্থীকে হারিয়েছি। এ ছাড়া আরও ১৪ জন গুরুতর আহত হয়েছে।’ তিনি জানান, নিহতদের অধিকাংশই এমনভাবে পুড়ে গেছে যে, তাদের শনাক্ত করাই কঠিন। পুলিশ ঘটনাস্থলে আছে বলে জানিয়েছেন তিনি। 

এ সময় ওনয়াঙ্গো আশঙ্কা করেন, উদ্ধারকাজ পুরোপুরি শেষ হওয়া পর্যন্ত নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। তিনি বলেন, ‘অগ্নিকাণ্ডের কারণ এখনো অজানা, তবে কারণ জানতে তদন্ত চলছে।

কেনিয়ার বোর্ডিং স্কুলগুলোতে আগুনের ঘটনা প্রায়ই ঘটে। এর আগে, ২০১৭ সালে রাজধানী নাইরোবির মোই গার্লস হাইস্কুলে অগ্নিকাণ্ডের ঘটনায় ১০ জন শিক্ষার্থী মারা যায়। তবে কেনিয়ার বিগত ২০ বছরের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছিল নাইরোবির দক্ষিণ-পূর্বে মাচাকোস কাউন্টিতে। যে অগ্নিকাণ্ডে অন্তত ৬৭ শিক্ষার্থী মারা গিয়েছিল।

নাইজেরিয়ায় ক্যাথলিক স্কুলের অপহৃত আরও ১৩০ শিক্ষার্থী মুক্ত

এবার জোহানেসবার্গের পানশালায় বন্দুকধারীদের গুলি, নিহত ৯

সুদানে যোদ্ধা পাঠাচ্ছে আরব আমিরাতের ঠিকাদার, ট্রাম্প নিষেধাজ্ঞা দিলেন কলম্বিয়ানদের

সোনা খুঁজতে গিয়েছিল দুই কিশোর, খনি ধসে চাপা পড়ে হলো মৃত্যু

বেনিনে সামরিক অভ্যুত্থান ঠেকিয়ে দিল সরকার অনুগত সেনারা

দক্ষিণ আফ্রিকায় হোস্টেলে ঢুকে এলোপাতাড়ি গুলি, নিহত অন্তত ১১

মুসলিম ব্রাদারহুড নিষিদ্ধের নির্দেশ ট্রাম্পের, নেপথ্যে সুদানকেন্দ্রিক আরব বিশ্বের নয়া ভূরাজনীতি

নামিবিয়ার নির্বাচনে আবারও জয়ী ‘অ্যাডলফ হিটলার’

রাশিয়ার হয়ে যুদ্ধে ১৭ যুবককে প্ররোচনার অভিযোগ—জ্যাকব জুমার মেয়ের পদত্যাগ

ভোটে পরাজয় টের পেয়ে গিনি বিসাউয়ের প্রেসিডেন্টই কি ঘটালেন সামরিক অভ্যুত্থান