অনলাইন ডেস্ক
জাম্বিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে নিরঙ্কুশ বিজয় পেয়েছেন বিজনেস ম্যাগনেট এবং বিরোধীদলীয় নেতা হাকাইন্ডে হিচিলেমা। আজ সোমবার নির্বাচন কমিশনের চেয়ারপারসন বিচারপতি এসাউ চুলু টেলিভিশনে দেওয়া এক ভাষণে তাঁকে প্রেসিডেন্ট ইলেক্ট ঘোষণা করেন।
ভাষণে এসাউ চুলু বলেন, 'আমি হাকাইন্ডে হিচিলেমাকে জাম্বিয়া প্রজাতন্ত্রের নির্বাচিত প্রেসিডেন্ট ঘোষণা করছি।'
এ পর্যন্ত দেশটির ১৫৬টি আসনের মধ্যে ১৫৫ টির ফল পাওয়া গেছে। সরকারিভাবে পাওয়া এই ফলে ২৮ লাখ ১০ হাজার ৭৫৭ ভোটের মধ্যে ১৮ লাখ ১৪ হাজার ২০১ ভোট পেয়েছেন হাকাইন্ডে।
তবে, ৫৯ বছর বয়সী প্রবীণ বিরোধী রাজনীতিক হাকাইন্ডে হিচিলেমার কাছে তাঁর পরাজয় হলো।