হোম > বিশ্ব > আফ্রিকা

শ্রেণিকক্ষেই আগুনে পুড়ে প্রাণ গেল ২৬ শিশুর

পশ্চিম আফ্রিকার দেশ নাইজারের একটি বিদ্যালয়ের শ্রেণিকক্ষে অগ্নিকাণ্ডের ঘটনায় কমপক্ষে ২৬ শিক্ষার্থী নিহত হয়েছে। গতকাল সোমবার  দেশটির দক্ষিণাঞ্চলীয় মারাদি শহরে এই দুর্ঘটনা ঘটে। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে। 

গত সাত মাস আগেও নাইজারের রাজধানী নিয়ামেতে এমন একটি দুর্ঘটনা ঘটেছিল।

মারাদি শহরের মেয়র চাইবু আবুবাকার বলেন, এখন পর্যন্ত ২৬ জন নিহত ও ১৩ জন আহত হয়েছে। আহতদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর। 

নিহত ওই শিশু শিক্ষার্থীদের বয়স পাঁচ থেকে ৬ বছরের মধ্যে। আগুন লেগে যাওয়া ওই শ্রেণিকক্ষটি কাঠ ও খড়ের তৈরি ছিল। গত সাত মাস আগে নাইজারের রাজধানী নিয়ামেইতেও একইরকম একটি ঘটনা ঘটেছিল।

বিশ্বের অন্যতম দরিদ্র দেশ নাইজার। স্কুল ভবনের ঘাটতি মেটাতে দেশটিতে শ্রেণিকক্ষ হিসেবে গড়ে তোলা হয়েছে  হাজার হাজার খড় ও কাঠের কক্ষ। কিছু কিছু সময়ে দেশটির শিক্ষার্থীদের মাটিতে বসতে হয়।

অগ্নিকাণ্ডের ঘটনায় আজ মঙ্গলবার থেকে মারাদি অঞ্চলে তিন দিনের শোক পালিত হবে।  

গত এপ্রিলে নাইজারের রাজধানী নিয়ামের একটি স্কুলে অগ্নিকাণ্ডের ঘটনায় ২০ শিশু মারা যায়।

একটি বিবৃতিতে নাইজার সরকারের পক্ষ থেকে বলা হয়,  মর্মান্তিক ঘটনা আবার নাইজারের জনগণকে শোকের মধ্যে ফেলেছে।

নাইজেরিয়ায় ক্যাথলিক স্কুলের অপহৃত আরও ১৩০ শিক্ষার্থী মুক্ত

এবার জোহানেসবার্গের পানশালায় বন্দুকধারীদের গুলি, নিহত ৯

সুদানে যোদ্ধা পাঠাচ্ছে আরব আমিরাতের ঠিকাদার, ট্রাম্প নিষেধাজ্ঞা দিলেন কলম্বিয়ানদের

সোনা খুঁজতে গিয়েছিল দুই কিশোর, খনি ধসে চাপা পড়ে হলো মৃত্যু

বেনিনে সামরিক অভ্যুত্থান ঠেকিয়ে দিল সরকার অনুগত সেনারা

দক্ষিণ আফ্রিকায় হোস্টেলে ঢুকে এলোপাতাড়ি গুলি, নিহত অন্তত ১১

মুসলিম ব্রাদারহুড নিষিদ্ধের নির্দেশ ট্রাম্পের, নেপথ্যে সুদানকেন্দ্রিক আরব বিশ্বের নয়া ভূরাজনীতি

নামিবিয়ার নির্বাচনে আবারও জয়ী ‘অ্যাডলফ হিটলার’

রাশিয়ার হয়ে যুদ্ধে ১৭ যুবককে প্ররোচনার অভিযোগ—জ্যাকব জুমার মেয়ের পদত্যাগ

ভোটে পরাজয় টের পেয়ে গিনি বিসাউয়ের প্রেসিডেন্টই কি ঘটালেন সামরিক অভ্যুত্থান