Ajker Patrika
হোম > বিশ্ব

ব্রাজিলের পেট্রোব্রাসকে বেসরকারীকরণ করতে চান বলসোনারো

অনলাইন ডেস্ক

ব্রাজিলের পেট্রোব্রাসকে বেসরকারীকরণ করতে চান বলসোনারো

ব্রাজিলের রাষ্ট্রীয় মালিকানাধীন পেট্রোলিয়াম কোম্পানি পেট্টোব্রাসকে বেসরকারীকরণ করতে চান প্রেসিডেন্ট জাইর বলসোনারো। পেট্রোলের ম্যল্যবৃদ্ধির জন্য তাঁকে দায়ী করার কারণে এখন পেট্রোব্রাসকে বেসরকারীকরণ করতে চাইছেন তিনি। 

এক রেডিও সাক্ষাৎকারে গত বৃহস্পতিবার বলসোনারো বলেন, `এখন আমি পেট্রোব্রাসকে বেসরকারীকরণ করতে চাই। কারণ আমি কোম্পানিকে নিয়ন্ত্রণ করতে পারি না, পেট্রোলের দাম নির্ধারণ করতে পারি না। কিন্তু যখন দাম বেড়ে যায়, তখন আমার দোষ হয়। এ ব্যাপারে অর্থনৈতিক উপদেষ্টাদের সঙ্গে আলোচনা করে দেখব।'

এর আগে গত বুধবার ব্রাজিলের অর্থমন্ত্রী পাওলো গুয়েডেস বলসোনারোকে পেট্রোবাসের বেসরকারীকরণের পরামর্শ দেন। তিনি বলেন, সরকার কল্যাণমূলক কর্মসূচির তহবিলের জন্য রাষ্ট্র পরিচালিত কোম্পানিতে তাঁর অংশ বিক্রি করতে পারে। 

এটিভা ইনভেস্টমেন্টোসের বিশ্লেষক ইলান আরবেটম্যান বলেন, একটি সম্ভাব্য বেসরকারীকরণ প্রক্রিয়া খুব সাবধানে নেওয়া দরকার। পেট্রোব্রাসকে বেসরকারীকরণের আলোচনার সময় আমাদের সাবধান হওয়া দরকার। কারণ বেসরকারীকরণ একটি বিস্তৃত প্রক্রিয়া এবং এর মধ্যে অনেক অংশীদার জড়িত। 

বলসোনারো ২০১৮ সালে নির্বাচিত হয়েছিলেন। সেই সময় গুয়েডেসের বেসরকারীকরণের এজেন্ডা সমর্থন করেছিলেন বলসোনারো। কিন্তু এখন পর্যন্ত সীমিতসংখ্যক রাষ্ট্রীয় কোম্পানি বিক্রি করেছেন তিনি। 

যার রক্ত ২৪ লাখ শিশুর জীবন বাঁচিয়েছে, তিনি আর নেই

রাজনীতিকদের ওপর নজরদারি করতে গিয়ে নারী কেলেঙ্কারিতে জড়িয়েছে ব্রিটিশ পুলিশ

ইহুদিদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছেন জেলেনস্কি: রুশ পররাষ্ট্রমন্ত্রী

গাজা পুনর্গঠনে জরুরি বৈঠকে বসছে আরব দেশগুলো

ইউরোপে রাশিয়ার নর্ড স্ট্রিম-২ পাইপলাইন চালু করতে যুক্তরাষ্ট্রের দূতিয়ালি

পরমাণু শক্তিধর হতে চেয়েছিল তাইওয়ান, সিআইএ এজেন্টের বিশ্বাসঘাতকতায় স্বপ্নভঙ্গ

ট্রাম্পের হুমকির পর কানাডার সার্বভৌমত্ব রক্ষায় রাজা চার্লসের সঙ্গে বৈঠকে ট্রুডো

যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরতা কমাবে ইউরোপ, ব্যয় বাড়াবে প্রতিরক্ষায়

গাজাবাসীদের মিসরের সিনাইয়ে পাঠানোর প্রস্তাব ইসরায়েলি আইনপ্রণেতার

রাখাইনে জান্তার শেষ বড় নৌঘাঁটিতে আরাকান আর্মির হামলা