Ajker Patrika
হোম > বিশ্ব

১০ কোটি টাকায় বিক্রি হলো আইনস্টাইনের সেই চিঠি

অনলাইন ডেস্ক

১০ কোটি টাকায় বিক্রি হলো  আইনস্টাইনের সেই চিঠি

বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইনের হাতে লেখা একটি চিঠি যুক্তরাষ্ট্রে নিলামে ১২ লাখ ডলারের বেশি দামে বিক্রি হয়েছে। পদার্থ বিজ্ঞানের সবচেয়ে বিখ্যাত সমীকরণ E=mc 2 উল্লেখ ছিল এই চিঠিটিতে। অজ্ঞাত এক নথি সংগ্রাহক ১২ লাখ মার্কিন ডলারের বেশি দামে সেই চিঠিটি কিনে নিয়েছেন। আজ শনিবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, চিঠিটি ১২ লাখ ডলারের বেশি বা বাংলাদেশি মুদ্রায় ১০ কোটি ১৮ লাখ টাকায় আইনস্টাইনের চিঠিটি বিক্রি হয়েছে। নিলাম আয়োজকেরা যে প্রত্যাশা করেছিলেন তার চেয়েও তিন গুণ দামে চিঠিটি বিক্রি করা হলো।

বিশেষজ্ঞরা জানিয়েছেন, এ রকম আরও তিনটি নথি রয়েছে, যেখানে আইনস্টাইনের নিজ হাতে E=mc 2 সমীকরণটি লেখা রয়েছে।

১৯০৫ সালে আইনস্টাইনের লেখা এক বৈজ্ঞানিক নিবন্ধে E=mc 2 সমীকরণটি প্রথম প্রকাশিত হয়। এই সমীকরণ অনুযায়ী, ভর ও শক্তি প্রকৃতপক্ষে একই মুদ্রার এপিঠ-ওপিঠ। অর্থাৎ কোনো পদার্থের ভরকে শক্তিতে রূপান্তর করা যায়, আবার শক্তিকেও ভরে রূপান্তর করা যায়।

যুক্তরাষ্ট্রের বোস্টনভিত্তিক নিলামকারী প্রতিষ্ঠান আরআর অকশন এই চিঠিটিকে নিলামে তুলেছিল। প্রতিষ্ঠানটি জানিয়েছে, হলোগ্রাফিক এবং পদার্থবিজ্ঞানের দিক থেকে একটি গুরুত্বপূর্ণ চিঠি এটি।

জার্মান ভাষায় লেখা এক পৃষ্ঠার এ চিঠিটিতে তারিখ দেওয়া আছে ২৬ অক্টোবর, ১৯৪৬। চিঠিটি পোলিশ-আমেরিকান পদার্থবিদ লুদভিগ সিলভারস্টেইনের ব্যক্তিগত সংগ্রহে ছিল। পরে তার বংশধররা এটি বেচে দেন বলে জানিয়েছে মার্কিন বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস বা এপি।

উল্লেখ্য, লুদভিগ সিলভারস্টেইন বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইনের অনেক তত্ত্বকে চ্যালেঞ্জ জানিয়েছিল।

রাজনীতিকদের ওপর নজরদারি করতে গিয়ে নারী কেলেঙ্কারিতে জড়িয়েছে ব্রিটিশ পুলিশ

ইহুদিদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছেন জেলেনস্কি: রুশ পররাষ্ট্রমন্ত্রী

গাজা পুনর্গঠনে জরুরি বৈঠকে বসছে আরব দেশগুলো

ইউরোপে রাশিয়ার নর্ড স্ট্রিম-২ পাইপলাইন চালু করতে যুক্তরাষ্ট্রের দূতিয়ালি

পরমাণু শক্তিধর হতে চেয়েছিল তাইওয়ান, সিআইএ এজেন্টের বিশ্বাসঘাতকতায় স্বপ্নভঙ্গ

ট্রাম্পের হুমকির পর কানাডার সার্বভৌমত্ব রক্ষায় রাজা চার্লসের সঙ্গে বৈঠকে ট্রুডো

যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরতা কমাবে ইউরোপ, ব্যয় বাড়াবে প্রতিরক্ষায়

গাজাবাসীদের মিসরের সিনাইয়ে পাঠানোর প্রস্তাব ইসরায়েলি আইনপ্রণেতার

রাখাইনে জান্তার শেষ বড় নৌঘাঁটিতে আরাকান আর্মির হামলা

ওয়াশিংটন-কিয়েভ বিচ্ছেদে নয়া স্বপ্ন মস্কোর