হোম > বিশ্ব

ওমিক্রনের সাব ভ্যারিয়েন্ট আরও বেশি সংক্রামক: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

অনলাইন ডেস্ক

ওমিক্রনের প্রাথমিক ধরনের চেয়ে সাব ভ্যারিয়েন্ট বিএ.২ আরও বেশি সংক্রামক বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। গতকাল মঙ্গলবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে এমনটি জানানো হয়। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, বিশ্বের অন্তত ৫৭টি দেশে ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে এই সাব ভ্যারিয়েন্ট।

১০ সপ্তাহ আগে দক্ষিণ আফ্রিকায় প্রথম ওমিক্রনের সন্ধান মেলার পর ঝড়ের গতিতে তা ছড়িয়ে পড়ে বাকি বিশ্বে। মাত্র আড়াই মাসের মধ্যে ডেলটাকে সরিয়ে ওমিক্রন ডমিনেন্ট ভ্যারিয়েন্ট (করোনার যে রূপ সবচেয়ে বেশি ছড়িয়েছে) হয়ে উঠেছে। তার মধ্যেই জানা যাচ্ছে, ওমিক্রনের ‘সেকেন্ড জেনারেশন ভ্যারিয়েন্ট’ হিসেবে পরিচিত ‘বিএ.২ ’-এর সংক্রমণক্ষমতা ওমিক্রনের প্রাথমিক রূপের চেয়েও বেশি।

এরই মধ্যে ওমিক্রনের বেশ কয়েকটি সাব ভ্যারিয়েন্ট পাওয়া গেছে। সেগুলো হলো- বিএ.১, বিএ.১.১, বিএ.২, বিএ.৩

তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, ওমিক্রনের সাব ভ্যারিয়েন্টগুলোর পার্থক্য সম্পর্কে এখনো খুব বেশি জানা যায়নি। এ নিয়ে আরও গবেষণার আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

এ প্রসঙ্গেই বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশেষজ্ঞ মারিয়া ভান কেরখোভে সাংবাদিকদের বলেন, ‘বিএ.২ ’-এর সম্পর্কে এখনো বিশেষ কিছুই জানা যায়নি। তবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, এই রূপ ওমিক্রনের প্রাথমিক রূপের চেয়ে সামান্য বেশি সংক্রমণ ক্ষমতাসম্পন্ন।

ওমিক্রন ভ্যারিয়েন্ট সম্পর্কিত আরও পড়ুন:

গাজা যুদ্ধবিরতি শুরু কয়েক ঘণ্টা পর, যা ঘটবে প্রথম ধাপে

গাজায় যুদ্ধবিরতি বাস্তবায়ন নিয়ে জটিলতা

ইরানে সুপ্রিম কোর্টের ভেতরে দুই বিচারপতিকে গুলি করে হত্যা

ইমরান–বুশরার সাজার রায় চ্যালেঞ্জ করবে পিটিআই

ভারতে এয়ার শো উপলক্ষে বেঙ্গালুরুতে মাংস বিক্রি বন্ধ

শপথের দিনেই যেসব নির্বাহী আদেশ দিতে পারেন ট্রাম্প

গাজায় যুদ্ধবিরতি চুক্তিকে ইসরায়েলের ব্যর্থতা মনে করেন হিজবুল্লাহ প্রধান

আরজি কর হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ ও হত্যায় অভিযুক্ত সঞ্জয়কে দোষী সাব্যস্ত করে রায়

গাজায় যুদ্ধবিরতি কার্যকর হবে রোববার সকাল সাড়ে ৮টা থেকে: কাতার

ব্লিঙ্কেনের সংবাদ সম্মেলন থেকে ফিলিস্তিনি সাংবাদিককে টেনে হিঁচড়ে বের করে দিল

সেকশন