ফুটবল কিংবদন্তি পেলের মৃত্যুতে শোকস্তব্ধ পুরো ফুটবল বিশ্ব। ব্রাজিলের প্রথম বিশ্বকাপ জয়ের নায়ক তিনি। পেলে একমাত্র ফুটবলার, যিনি দেশের হয়ে তিনটি বিশ্বকাপ জিতেছেন। ফুটবলের এই মহাতারকাকে হারিয়ে শোকাহত লাতিন আমেরিকার দেশটি। এরই মধ্যে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে ব্রাজিল সরকার। শুক্রবার শোক ঘোষণা করেন প্রেসিডেন্ট জেইর বলসোনারো।
গত এক মাস ধরে সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন পেলে। সেখানেই বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) রাতে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।
পেলের শেষ ইচ্ছানুযায়ী মরদেহ নিয়ে যাওয়া হবে সাও পাওলোর ভিলা বেলমিরো স্টেডিয়ামে। সেখান থেকে আগামী সোমবার (২ জানুয়ারি) কফিন নিয়ে যাওয়া হবে সান্তোস স্টেডিয়াম প্রাঙ্গণে। সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য ‘ফুটবলের রাজার’ মরদেহ ২৪ ঘণ্টা রাখা হবে স্টেডিয়ামের মাঠে।
১৯৪০ সালের ২৩ অক্টোবর ব্রাজিলের ত্রেস কোরাকোয়েস শহরে জন্মগ্রহণ করেন ‘এডসন অ্যারান্টিস দো নাসিমেন্ত’ পেলে। ছোটবেলা থেকেই ফুটবলার হওয়ার স্বপ্ন ছিল পেলের। গলির ফুটবলেই প্রতিভার প্রথম দেখা পাওয়া যায় তাঁর, যে প্রতিভা চোখে পড়ে সান্তোসের গ্রেট ওয়ালডেমার ডি ব্রিটোর। ১৫ বছর বয়সেই পেলেকে সান্তোসের ‘বি’ দলে যোগ দেওয়ান ব্রিটো। এখানেও সহজাত প্রতিভার স্ফুরণে এক বছরের মধ্যেই জায়গা করে নেন মূল দলে। ১৬ বছর বয়সে পেলের সান্তোসের মূল দলে অভিষেক হয়। সেবার ব্রাজিলের পেশাদার ফুটবল লীগে সান্তোসের হয়ে সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন তিনি। আর পেছন ফিরে তাকাতে হয়নি সর্বকালের সেরা এই ফুটবলারকে।
আরও পড়ুন: