অনলাইন ডেস্ক
মেক্সিকোর ইতিহাসে প্রথম নারী হিসেবে দেশটির প্রেসিডেন্ট হতে যাচ্ছেন ক্লাউদিয়া শেইনবাউম। তাঁর দল ক্ষমতাসীন মোরেনা পার্টি এরই মধ্যে তাঁর জয়ের দাবি করেছে। বিভিন্ন বুথফেরত জরিপেও শেইনবাউমের প্রেসিডেন্ট হওয়ার সম্ভাবনা তুলে ধরেছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
গতকাল রোববার মেক্সিকোয় প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়। এরই মধ্যে ক্লাউদিয়া শেইনবাউমের পার্টির মোরেনা তাঁকে প্রেসিডেন্ট হিসেবে দাবি করে ঘোষণা দিয়েছে। যদিও আনুষ্ঠানিক ফল ঘোষণা করা হয়নি, তবে ধারণা করা হচ্ছে, তিনিই হতে যাচ্ছেন মেক্সিকোর প্রথম নারী প্রেসিডেন্ট।
জরিপ সংস্থা পোলস্টার প্যারামিটারিয়ার বুথফেরত জরিপ বলছে, ক্লাউদিয়া শেইনবাউম ৫৬ শতাংশ ভোট পেয়ে জয়ী হতে যাচ্ছেন। বিপরীতে বিরোধী দলীয় নেতা সোতিল গালভে পেতে পারেন ৩০ শতাংশ ভোট। অন্য আরও চারটি বুথফেরত জরিপেও ক্লাউদিয়াকে জয়ী হিসেবে দেখা গেছে।
আনুষ্ঠানিক ফল আগামী কয়েক ঘণ্টার মধ্যেই ঘোষণা হতে যাচ্ছে। এই অবস্থায় এখনই হার মানতে নারাজ সোতিল গালভে। তিনি আশা করছেন, তিনিই জয়ী হবেন এবং তিনি তাঁর ভক্ত-সমর্থকদের আনুষ্ঠানিক ফলাফল ঘোষণার আগপর্যন্ত অপেক্ষা করতে বলেছেন।
শেইনবাউম বিজয়ী হলে মেক্সিকোয় এক নতুন ইতিহাস তৈরি হবে। কারণ, যে দেশটি পুরুষালি সংস্কৃতিতে বিশ্বাসী, সেই দেশই এই প্রথম একজন নারীকে প্রেসিডেন্ট হিসেবে বেছে নিতে যাচ্ছে। উল্লেখ্য, শেইনবাউম বিজয়ী হলে তিনি আগামী ১ অক্টোবর ক্ষমতা গ্রহণ করবেন এবং এরপর দায়িত্ব পালন করবেন পরবর্তী ছয় বছর।