Ajker Patrika
হোম > বিশ্ব

ইরানের কাছ থেকে জব্দ করা গোলাবারুদ ইউক্রেনকে দিচ্ছে যুক্তরাষ্ট্র 

অনলাইন ডেস্ক

ইরানের কাছ থেকে জব্দ করা গোলাবারুদ ইউক্রেনকে দিচ্ছে যুক্তরাষ্ট্র 

ইরানের কাছ থেকে জব্দ করা ১১ লাখেরও বেশি গোলাবারুদ ইউক্রেনকে দিচ্ছে যুক্তরাষ্ট্র। দেশটির দাবি, এই গোলাবারুদগুলো ইরান জাতিসংঘের অস্ত্র বিধিনিষেধ অমান্য করে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের দিচ্ছিল। পরে এই অভিযোগের ভিত্তিতে মার্কিন জাস্টিস ডিপার্টমেন্ট বা বিচার বিভাগ রায় দেন, জব্দ করা গোলাবারুদের মালিকানা যুক্তরাষ্ট্রের। 

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র গত বছরের শেষ দিকে পারস্য উপসাগরের কাছ থেকে ইরানের এই গোলাবারুদগুলো জব্দ করে। পরে মার্কিন বিচার বিভাগ গোলাবারুদগুলোর মালিকানা যুক্তরাষ্ট্র বলে ঘোষণা করলে দেশটি সেগুলো ইউক্রেনকে দেওয়ার ঘোষণা দেয়। 
 
যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল মেরিক গারল্যান্ড স্থানীয় সময় গতকাল বুধবার এ বিষয়ে বলেন, ‘এই অস্ত্র হস্তান্তরের আদেশ দিয়ে মার্কিন বিচার বিভাগ একটি কর্তৃত্ববাদী দেশের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, পাশাপাশি আরেক কর্তৃত্ববাদী দেশের বিরুদ্ধে ইউক্রেনের জনগণের ন্যায্য লড়াইকে সমর্থন দিয়েছে।’ তিনি আরও বলেন, ‘আমরা স্বাধীনতা, গণতন্ত্র ও আইনের শাসনের লড়াইয়ে ইউক্রেনকে সমর্থন করার জন্য আমাদের প্রতিটি আইনি উপায় ব্যবহার চালিয়ে যাব।’ 

যুক্তরাষ্ট্রের জব্দ করা সেই গোলাবারুদের মধ্যে বিপুল পরিমাণ অস্ত্রও ছিল। যেমন—৯ হাজার অ্যাসল্ট রাইফেল, ২৮৪টি মেশিনগান, ১৯৪টি রকেট লঞ্চার এবং ৭০টিরও বেশি অ্যান্টি ট্যাংক গাইডেড মিসাইল ছিল সেই গোলাবারুদের মধ্যে। 

যুক্তরাষ্ট্রের দাবি, মার্কিন নৌবাহিনীর একটি জাহাজ ২০২২ সালের ৯ ডিসেম্বর অস্ত্র-গোলাবারুদগুলো ইয়েমেনের দিকে নেওয়ার সময় নাম-পরিচয়বিহীন একটি জাহাজকে আটক করে। জাহাজটিতে উল্লিখিত অস্ত্র ছাড়াও ১১ লাখ রাউন্ড ৭ দশমিক ৬২ মিলিমিটার গোলা ছিল। পরে চলতি বছরের মার্চে মার্কিন বিচার বিভাগ অস্ত্র ও গোলাবারুদগুলো যুক্তরাষ্ট্রের বলে ঘোষণা দেন।

সুযোগ থাকতে থাকতে গাজা ছেড়ে যাও, নইলে ধ্বংস হবে: হামাসকে ট্রাম্প

যুক্তরাষ্ট্র গোয়েন্দা তথ্য বন্ধ করায় কতটা বিপদে পড়বে ইউক্রেন

অজানা অনেক কথায় ২০ বছর পর নীরবতা ভাঙলেন মাইকেল কন্যা প্যারিস

বৈদেশিক সহায়তা স্থগিত করা নিয়ে ট্রাম্পের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের আদেশ, ডেমোক্র্যাট শিবিরে উল্লাস

যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘যেকোনো যুদ্ধের’ জন্য প্রস্তুত চীন

কুম্ভমেলায় ‘কুবেরের ভান্ডার’, ৪৫ দিনে নৌকার মাঝির আয় ৩০ কোটি রুপি

মেক্সিকোর সমান বড় এই বন নিয়ে নতুন তথ্য দিলেন গবেষকেরা

ইউক্রেনকে আর কোনো গোয়েন্দা তথ্য দেবে না যুক্তরাষ্ট্র

ভবিষ্যতে রুশ-মার্কিন আলোচনায় প্রাধান্য পাবে ইরানের পরমাণু কর্মসূচি

অস্তিত্ব টিকিয়ে রাখতে নাগরিকত্ব বিক্রি করছে ছোট্ট এক দ্বীপদেশ