Ajker Patrika
হোম > বিশ্ব

কানাডার বিমানবন্দরে পাকিস্তানি বিমানবালা গ্রেপ্তার

অনলাইন ডেস্ক

কানাডার বিমানবন্দরে পাকিস্তানি বিমানবালা গ্রেপ্তার

কানাডার টরোন্টো বিমানবন্দরে অবৈধ কর্মকাণ্ডের অভিযোগে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইনসের (পিআইএ) এক বিমানবালা বা এয়ার হোস্টেসকে গ্রেপ্তার করা হয়েছে। হিনা সানি নামে ওই এয়ার হোস্টেসের কাছে এমন একজনের পাসপোর্ট ছিল, যা তাঁর কাছে থাকার কথা নয়। আন্তর্জাতিক পরিমণ্ডলে অন্যের পাসপোর্ট বহন করা অবৈধ। 

পাকিস্তানি সংবাদমাধ্যম সামা নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের লাহোর থেকে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইনসের ফ্লাইট পিকে-৭৮৯-এ করে হিনা সানি টরোন্টো গিয়েছিলেন। তাঁর বিরুদ্ধে এবারই অভিযোগ প্রথম নয়, এর আগেও তাঁকে এমন কর্মকাণ্ডের জন্য সতর্ক করা হয়েছিল। 

হিনা সানি পাকিস্তানের একজন জনপ্রিয় গায়কের আত্মীয় এবং সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি নিজেকে মডেল বলেও দাবি করেন। তাঁর আটক কানাডায় পাকিস্তান এয়ারলাইনসের ক্রুদের এ ধরনের কর্মকাণ্ড নিয়ে আরও বেশি শোরগোল তুলেছে। এ ছাড়া আরও কয়েকজন এয়ার হোস্টেসের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ তুলে তাঁদের টরোন্টো ফ্লাইট নিষিদ্ধ করেছে পিআইএ। 
 
পিআইএর একটি সূত্র আরও জানিয়েছে, হিনা সানি প্রতিষ্ঠানটির ফ্লাইট সার্ভিসের ডেপুটি জেনারেল ম্যানেজারের কাছ থেকে নিজের আইডি দেখিয়ে টরোন্টো ফ্লাইটের অনুমতি নিয়েছিলেন। এ বিষয়টি আরও বেশি প্রশ্নের জন্ম দিয়েছে। কারণ, ধারণা করা হচ্ছে, এ ধরনের বিষয়ের সঙ্গে সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তারও জড়িত

হিনা সানির গ্রেপ্তারের বিষয়টির আলোকে কানাডা কর্তৃপক্ষ আরও দুই এয়ার হোস্টেসকে জিজ্ঞাসাবাদ করেছে। পরে অবশ্য তাদের নিজ হোটেলে যাওয়ার অনুমতি দেওয়া হয়। 

এ ঘটনার বিষয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে পাকিস্তান এয়ারলাইনসের মুখপাত্র আবদুল্লাহ খান জানিয়েছেন, তাঁরা এ বিষয়ে অবগত। তাঁরা কানাডার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সহযোগিতা করছেন। তিনি আরও জানিয়েছেন, কানাডা কর্তৃপক্ষের সঙ্গে সহযোগিতার মাধ্যমে এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

অজানা অনেক কথায় ২০ বছর পর নীরবতা ভাঙলেন মাইকেল কন্যা প্যারিস

বৈদেশিক সহায়তা স্থগিত করা নিয়ে ট্রাম্পের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের আদেশ, ডেমোক্র্যাট শিবিরে উল্লাস

যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘যেকোনো যুদ্ধের’ জন্য প্রস্তুত চীন

কুম্ভমেলায় ‘কুবেরের ভান্ডার’, ৪৫ দিনে নৌকার মাঝির আয় ৩০ কোটি রুপি

মেক্সিকোর সমান বড় এই বন নিয়ে নতুন তথ্য দিলেন গবেষকেরা

ইউক্রেনকে আর কোনো গোয়েন্দা তথ্য দেবে না যুক্তরাষ্ট্র

ভবিষ্যতে রুশ-মার্কিন আলোচনায় প্রাধান্য পাবে ইরানের পরমাণু কর্মসূচি

অস্তিত্ব টিকিয়ে রাখতে নাগরিকত্ব বিক্রি করছে ছোট্ট এক দ্বীপদেশ

ট্রাম্পের শুল্কনীতির বিরুদ্ধে ডব্লিউটিওতে কানাডার অভিযোগ

বিশ্বের অর্ধেক কার্বন ডাই-অক্সাইডের জন্য দায়ী মাত্র ৩৬টি জ্বালানি কোম্পানি