মার্কিন কংগ্রেসে ফেসবুককে ধুয়ে দিয়েছেন সংস্থাটির সাবেক কর্মকর্তা ফ্রান্সেস হাউজেন। এ নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ।
জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক নিয়ে নতুন তথ্য সামনে এনেছেন সংস্থাটির সাবেক কর্মকর্তা ফ্রান্সেস হাউজেন। তিনি বলেছেন, কোম্পানির বিভিন্ন সাইট ও অ্যাপগুলো শিশুদের ক্ষতি করছে। পাশাপাশি এটি মানুষের মাঝে বিভক্তি সৃষ্টি করছে এবং বিশ্বের দেশে দেশে গণতন্ত্রকে দুর্বল করছে।
ফেসবুকের এই কর্মকর্তা আরও অভিযোগ করেছেন যে গ্রাহকের নিরাপত্তা নয় ফেসবুক মুনাফাকেই প্রাধান্য দেয়।
এর প্রতিক্রিয়ায় জাকারবার্গ ফেসবুক পোস্টে বলেছেন, `অভিযোগ উঠে,ছে আমরা ইচ্ছাকৃতভাবে মুনাফার জন্য এমন কনটেন্ট দিই, যা মানুষকে ক্ষুব্ধ করে। এটি পুরোটি অযৌক্তিক। আমি এমন কোনো প্রযুক্তি প্রতিষ্ঠানকে চিনি, যারা মানুষকে ক্ষুব্ধ করার জন্য পণ্য তৈরি করে।'