Ajker Patrika
হোম > বিশ্ব

করোনায় বিশ্বে এক দিনে সাড়ে ৭ হাজারের বেশি মৃত্যু, শনাক্ত ৬ লাখ

করোনায় বিশ্বে এক দিনে সাড়ে ৭ হাজারের বেশি মৃত্যু, শনাক্ত ৬ লাখ

বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু কমেছে। পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৭ হাজার ৬২৮ জনের, যা আগের দিনের তুলনায় ৮১৬ জন কম। তবে মৃত্যু কমলেও গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত বেড়েছে। গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছেন ৬ লাখ ১ হাজার ২১৮ জন, যা আগের দিনের তুলনায় ৩ হাজার ৬০১ জন বেশি। 

গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনা শনাক্ত হয়েছে ৯৮ হাজার ১০৪ জনের। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১ হাজার ১২১ জনের। এ পর্যন্ত দেশটিতে মোট করোনা শনাক্ত হয়েছে ৪ কোটি ৮৩ লাখ ৯৭ হাজার ৪১৩ জনের এবং মারা গেছে ৭ লাখ ৮৯ হাজার ১২৯ জন। 

গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে রাশিয়ায়। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১ হাজার ২৫১ জনের। গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছে ৩৭ হাজার ৩৭৪ জন। এ পর্যন্ত দেশটিতে মোট করোনা শনাক্ত হয়েছেন ৯২ লাখ ১৯ হাজার ৯১২ জন এবং মারা গেছেন ২ লাখ ৬০ হাজার ৩৩৫ জন। 

ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ২৫ কোটি ৬৩ লাখ ২৫ হাজার ৭৯৯ জনের। করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ৫১ লাখ ৪৬ হাজার ৬৭৯ জন। এ পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছে ২৩ কোটি ১৫ লাখ ৩২ হাজার ২৫৯ জন। 

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।      

সিন্ধু পানিচুক্তি স্থগিতসহ পাকিস্তানের বিরুদ্ধে ভারতের কঠোর পদক্ষেপ

রাজকীয় ছবিতে মাথায় দিয়ে টায়রা—প্রিন্সেস ইসাবেলার হাতে কী

সার্ক ভিসায় আসা পাকিস্তানিদের ৪৮ ঘণ্টার মধ্যে ভারত ছাড়ার নির্দেশ

স্ত্রী-ছেলের সামনে খুন করা হয় কর্ণাটকের মঞ্জুকে

মধুচন্দ্রিমায় স্বামী নিহত, কফিন জড়িয়ে হিমাশি

কাশ্মীর হামলায় জড়িত টিআরএফ কি জঙ্গি সংগঠন

‘নি হাও’ বলায় রুশ পর্যটকের সঙ্গে তর্কাতর্কি, থাইল্যান্ডে কর্মকর্তা চাকরিচ্যুত

কাশ্মীরে জঙ্গি হামলা নিয়ে সর্বশেষ যা জানা গেল

বিবদমান কাশ্মীরে মোদির পর্যটন-সাফল্য কি তবে ধূলিসাৎ

বাংলাদেশি স্থপতি মেরিনার ডিজাইনে লন্ডনে সামার পার্টি