হোম > বিশ্ব

অস্ট্রেলিয়ার ৫ ডলারের নতুন নোটে রাজা চার্লস থাকবেন না

অস্ট্রেলিয়ার নতুন মুদ্রায় রাজা তৃতীয় চার্লসের ছবি থাকছে না বলে জানিয়েছে দেশটির কেন্দ্রীয় ব্যাংক। এক ঘোষণায় রিজার্ভ ব্যাংক অব অস্ট্রেলিয়া (আরবিএ) জানায়, নতুন মুদ্রায় ‘আদিবাসী অস্ট্রেলীয়দের ইতিহাস ও সংস্কৃতির’ প্রতি শ্রদ্ধা জানানো হবে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, অস্ট্রেলিয়া সরকারের সঙ্গে আলোচনার পর রিজার্ভ ব্যাংক পরিচালনা পর্ষদ মুদ্রায় পরিবর্তন আনার এই সিদ্ধান্ত নিয়েছে। অস্ট্রেলিয়ার বেশির ভাগ মুদ্রায় এখন আদিবাসী সংশ্লিষ্ট শিল্পকর্ম আছে। 

দেশটির এখনকার সব ৫ ডলারের মুদ্রার এক পাশে প্রয়াত ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথের প্রতিকৃতি আছে। তবে রানির মৃত্যুর পর অস্ট্রেলিয়া নিজেদের ৫ ডলারের ব্যাংক নোট থেকে তাঁর ছবি সরানোর সিদ্ধান্ত হয়। একই সঙ্গে নতুন রাজা চার্লসের ছবিও যুক্ত না করার সিদ্ধান্ত নিয়েছে দেশটির কেন্দ্রীয় ব্যাংক। 

আপাতত ৫ ডলার ছাড়া অন্য কোনো ব্যাংক নোট বদলানোর কথা ভাবছে না অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় ব্যাংক আরবিএ। তবে নতুন নকশা কবে নাগাদ উন্মুক্ত হবে তা জানা যায়নি। 

উল্লেখ্য, রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর গত বছরের সেপ্টেম্বরে ব্রিটিশ সিংহাসনে অভিষেক হয় তাঁর ছেলে রাজা চার্লসের। এর মধ্য দিয়ে চার্লস যুক্তরাজ্যের বাইরে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড ছাড়া কমনওয়েলথভুক্ত আরও ১২টি দেশের রাষ্ট্রপ্রধান হন। যদিও এটা এক ধরনের আলংকারিক পদ, দেশগুলোর ক্ষমতাকাঠামো বা নীতিনির্ধারণে কোনো ভূমিকা থাকবে না তাঁর। 

অস্ট্রেলিয়ায় সব সময়ই কোনো না কোনো ব্যাংক নোটে ব্রিটিশ রাজা বা রানির ছবি ছিল। তবে সম্প্রতি দেশটি সিদ্ধান্ত নেয় যে,৫ ডলারের নোটে রানির ছবি সারানো হবে। তবে নতুন রাজার ছবি স্বয়ংক্রিয়ভাবে প্রতিস্থাপিত হবে না। 

আসামে মধ্যরাতে ট্রেনের ধাক্কায় ৭ হাতির মৃত্যু, রক্ষা পেলেন যাত্রীরা

রাশিয়াকে পশ্চিম সম্মান করলে আর যুদ্ধ হবে না: পুতিন

জানুয়ারিতে আন্তর্জাতিক বিচার আদালতে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার শুনানি

বাংলাদেশ প্রসঙ্গে বাজপেয়ির ‘সেই বক্তব্য’ সামনে আনলেন শশী থারুর

ভারতে তেল দিয়ে ফেরার পথে বিধ্বস্ত রুশ জাহাজ—প্রতিশোধের হুমকি পুতিনের

ভারতে তেল দিয়ে ফেরার পথে রুশ জাহাজে আঘাত হানল ইউক্রেন

আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের সামনে বিক্ষোভ

ভারতীয়দের বিরুদ্ধে এইচ-১বি ভিসায় ব্যাপক জালিয়াতি ও ঘুষের অভিযোগ

শান্তিতে মাচাদোর নোবেল পাওয়ার বিরুদ্ধে জুলিয়ান অ্যাসাঞ্জের মামলা

দেশের টাকমাথার লোকদের বাঁচানোর লড়াইয়ে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট