হোম > বিশ্ব

‘আরও মারাত্মক ধরন আসার আগেই করোনাকে দমন করতে হবে’

করোনার আরও মারাত্মক ধরন আসার আগেই এটিকে দমন করার জন্য বিশ্বের দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। গতকাল শুক্রবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে এ আহ্বান জানানো হয়।

সংবাদ সম্মেলনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরুরি বিভাগের পরিচালক মাইকেল রায়ান বলেন, ‘ডেলটা একটি বিপৎসংকেত। ভাইরাস যে বিবর্তিত হচ্ছে, এটি তার বিপৎসংকেত। আরও কোনো মারাত্মক ধরন আসার আগেই এটি আমাদের দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য সংকেত দিচ্ছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান তেদরোস আধানোম গেব্রেয়াসুস বলেন, এখন পর্যন্ত করোনার চারটি ধরন পাওয়া গেছে এবং এমন ভাইরাস ছড়াতে থাকলে আরও ধরনের সংক্রমণ হতে পারে।

তেদরোস আরও বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার ছয়টি অঞ্চলের পাঁচটির মধ্যেই গত চার সপ্তাহে করোনার সংক্রমণ ৮০ শতাংশ বেড়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে বলা হয়, বিশ্বে এ পর্যন্ত ১৩২টি দেশে ছড়িয়ে পড়েছে করোনার অতিসংক্রামক ডেলটা ধরন।

জাতিসংঘের স্বাস্থ্যবিষয়ক সংস্থাটি বলছে, অন্যান্য করোনার ধরনের মতো ডেলটা ধরনও বিধিনিষেধ এবং স্বাস্থ্যবিধি মানার মাধ্যমে নিয়ন্ত্রণে আনা সম্ভব। পাশাপাশি করোনার ডেলটা ধরনের বিস্তার ঠেকাতে ভ্যাকসিন নেওয়ার আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

রাশিয়াকে পশ্চিম সম্মান করলে আর যুদ্ধ হবে না: পুতিন

জানুয়ারিতে আন্তর্জাতিক বিচার আদালতে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার শুনানি

বাংলাদেশ প্রসঙ্গে বাজপেয়ির ‘সেই বক্তব্য’ সামনে আনলেন শশী থারুর

ভারতে তেল দিয়ে ফেরার পথে বিধ্বস্ত রুশ জাহাজ—প্রতিশোধের হুমকি পুতিনের

ভারতে তেল দিয়ে ফেরার পথে রুশ জাহাজে আঘাত হানল ইউক্রেন

আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের সামনে বিক্ষোভ

ভারতীয়দের বিরুদ্ধে এইচ-১বি ভিসায় ব্যাপক জালিয়াতি ও ঘুষের অভিযোগ

শান্তিতে মাচাদোর নোবেল পাওয়ার বিরুদ্ধে জুলিয়ান অ্যাসাঞ্জের মামলা

দেশের টাকমাথার লোকদের বাঁচানোর লড়াইয়ে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট

‘মান বাঁচাতে’ ইউক্রেনকে ১০৫ বিলিয়ন ডলার ঋণ দিচ্ছে ইইউ