হোম > বিশ্ব

ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ‘বল প্রয়োগের’ ঘটনা ঘটতে দেবে না কোয়াড

অনলাইন ডেস্ক

ভারত ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে কোনো ধরনের ‘বল প্রয়োগমূলক’ ঘটনা ঘটতে না দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে এই অঞ্চলের চার দেশের জোট কোয়াড। এ ছাড়া জোটবদ্ধ দেশগুলোর মধ্যকার সহযোগিতা আরও গভীর করার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে। শনিবার অস্ট্রেলিয়ার মেলবোর্নে কোয়াডের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে এই প্রত্যয় ব্যক্ত করেন জোটের নেতারা। 

সংবাদমাধ্যম রয়টার্সের এক প্রতিবেদনে বিষয়টি ওঠে এসেছে। 

বৈঠকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন, ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকর, অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী মরিস পেইন এবং জাপানের পররাষ্ট্রমন্ত্রী ইয়োশিমাশা হায়াশি অংশ নেন। তাঁরা কোভিড-১৯, সাইবার হুমকি এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে সহযোগিতা বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন। 

তবে এই সহযোগিতা বৃদ্ধির প্রতিশ্রুতিকে বিশেষজ্ঞরা চীনের অর্থনৈতিক-সামরিক সম্প্রসারণে বিরুদ্ধে একটি মৃদু ধাক্কা বলে বিবেচনা করছেন। 

এক যৌথ বিবৃতিতে এই চার পররাষ্ট্রমন্ত্রী মানবিক ত্রাণ-দুর্যোগে সহায়তা, আঞ্চলিক অবকাঠামো উন্নয়নে যৌথভাবে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছে। একই সঙ্গে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব লঙ্ঘন করে উত্তর কোরিয়ার ‘অস্থিতিশীল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের’ নিন্দাও জানিয়েছে। 

বিবৃতিতে বলা হয়, অনানুষ্ঠানিক কোয়াড জোট তার আঞ্চলিক অংশীদারদের সঙ্গে সম্পৃক্ততা আরও গভীর করতে, অনিয়ন্ত্রিত ও অবৈধ মাছ শিকারে বিরুদ্ধে কাজ করতে তাঁদের সক্ষমতা বাড়াতে বদ্ধপরিকর। 

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী মরিস পেইন বলেছেন, ‘ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে জোটের সদস্যদেশগুলোর সমুদ্র সীমানা নিশ্চিতকরণ, সচেতনতা বৃদ্ধি, গভীর সমুদ্র থেকে সম্পদ আহরণের ক্ষমতা বৃদ্ধি, নৌ ও বিমান চলাচলের স্বাধীনতা নিশ্চিত করতে এবং অবৈধভাবে মাছ শিকারের মতো চ্যালেঞ্জগুলো মোকাবিলা করার জন্য সামুদ্রিক সুরক্ষা সহায়তা বাড়াতে সম্মত হয়েছি আমরা।’

উল্লেখ্য, এমন এক সময়ে কোয়াডের এই বৈঠক অনুষ্ঠিত হল যখন যুক্তরাষ্ট্র ইউরোপের দেশ ইউক্রেনে রুশ হামলার আশঙ্কা করছে। 

এক বছরে বিলিয়নিয়ারদের সম্পদ বেড়েছে ২ লাখ কোটি ডলার: অক্সফাম

নির্বাচনের আগে মিয়ানমারে দরকার শান্তি, জান্তাকে আসিয়ান

তিন ঘণ্টার নৈশভোজনের পর ট্রাম্পের প্রশংসায় পঞ্চমুখ বিল গেটস

লবণাক্ত পানি বিশুদ্ধকরণে শীর্ষে সৌদি আরব, বছরে পরিশোধন ৪২ লাখ ঘনমিটার

গাজা থেকে মুক্তি পেলেন যে ৩ ইসরায়েলি জিম্মি

ইসরায়েলি কারাগারের অন্ধকার ছেড়ে পরিবারের কাছে রাজনীতিবিদসহ ৯০ ফিলিস্তিনি

১৩৫ বছরে ভারত থেকে ৬৫ ট্রিলিয়ন ডলারের সম্পদ নিয়ে গেছে ব্রিটেন: অক্সফাম

ফিলিস্তিনের গাজা: বিদেশে চিকিৎসা ছাড়া গতি নেই তাদের

যুক্তরাষ্ট্রের পতন ও তৃতীয় বিশ্বযুদ্ধ ঠেকানোর প্রতিশ্রুতি ট্রাম্পের

১৫ মাস পর গাজাবাসীর ভয়হীন, আনন্দময় বিষাদের রাত

সেকশন