হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

জাতীয় নিরাপত্তার ভার ওয়াল্টজের কাঁধে, চীনকে কী বার্তা দিতে চান ট্রাম্প

অনলাইন ডেস্ক

দীর্ঘদিন ধরে মার্কিন হাউসের সামরিক, পররাষ্ট্র এবং গোয়েন্দা বিষয়ক কমিটিতে কাজ করছেন ৫০ বছর বয়সী ওয়াল্টজ। ছবি: এএফপি

আগামী পাঁচ বছরের জন্য ঘর সাজাচ্ছেন ট্রাম্প। প্রশাসন সাজাতে একের পর এক দায়িত্বভার বণ্টন বুঝিয়ে দিচ্ছে বৈশ্বিক রাজনীতিতে প্রভাব বিস্তার করতে বেশ আটঘাট বেঁধেই নেমেছেন তিনি। আমেরিকার নিরাপত্তা পরিষদের ভার দিয়েছেন চীনের কট্টর সমালোচক মাইক ওয়াল্টজকে। তিনি আবার দীর্ঘ সময় ভারত–মার্কিন সম্পর্ক সামলানো ইন্ডিয়া ককাসেরও একজন।

বৈশ্বিক রাজনীতিতে চীনের আধিপত্য বিস্তার চেষ্টার তীব্র বিরোধিতা করেন ট্রাম্প। নির্বাচনী প্রচারণায়ও বারবার চীনের সমালোচনা করেছেন। আর তাঁর বিশ্বস্ত ওয়াল্টজও চীনের বিষয়ে নেতিবাচক মনোভাব পোষণ করেন। তাঁকে মার্কিন নিরাপত্তা পরিষদের দায়িত্ব দিয়ে ট্রাম্পও বিশ্বকে জানিয়ে দিলেন, চীনের বিরুদ্ধে শক্ত অবস্থানে থাকবে তাঁর প্রশাসন।

এদিকে ইন্ডিয়া ককাস মাইক ওয়াল্টজের ট্রাম্প প্রশাসনে যুক্ত হওয়া ভারতের জন্য সুখবরই বলা যায়। ভারত–যুক্তরাষ্ট্র সম্পর্ক নিয়ে দীর্ঘদিন কাজ করেছেন ওয়াল্টজ। আর চীনের সঙ্গে ভারতের শীতল সম্পর্কও মার্কিন প্রশাসনের জন্য ইতিবাচক বিষয়।

মার্কিন সেনাবাহিনীর অভিজাত স্পেশাল ফোর্সেস ইউনিট গ্রিন বেরেটের সদস্য ছিলেন মাইক। অবসরপ্রাপ্ত এই কর্নেলের অভিজ্ঞতার বহর কাজে লাগাতে তাঁকে প্রশাসনে ভেড়ালেন ট্রাম্প।

প্রেসিডেন্ট জো বাইডেনের পররাষ্ট্রনীতির কট্টর সমালোচক হিসেবেও পরিচিত ওয়াল্টজ। ইউক্রেন ইস্যুতেও ট্রাম্পের নীতির সঙ্গে তাঁর অবস্থানের মিল রয়েছে। ট্রাম্পের পররাষ্ট্রনীতির সঙ্গে তাঁর এই ভাবনার মিলও তাঁকে প্রশাসনে যুক্ত করতে ভূমিকা রেখেছে।

২০১৯ সাল থেকে মার্কিন প্রতিনিধি পরিষদের সদস্য এবং কংগ্রেসের সশস্ত্র পরিষেবা কমিটি, বিদেশ বিষয়ক কমিটি এবং গোয়েন্দা কমিটিতে কাজ করছেন ৫০ বছর বয়সী ওয়াল্টজ।

মার্কিন ‘ডিপ স্টেট’ ভেঙে সরকারের পূর্ণ নিয়ন্ত্রণে যেভাবে পরিকল্পনা সাজালেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রে বন্ধ টিকটক, নিষেধাজ্ঞা থেকে ৯০ দিনের অব্যাহতি দেওয়ার ইঙ্গিত ট্রাম্পের

যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে বড় অভিযান শিগগির

মনু নদীর পাশে ‘বাঁধ দিচ্ছে বাংলাদেশ’, বন্যার আতঙ্কে ত্রিপুরা

যুদ্ধবিরতি চুক্তির পরও গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত, নিহত বেড়ে ৪৭ হাজার

গাজা যুদ্ধবিরতি শুরু কয়েক ঘণ্টা পর, যা ঘটবে প্রথম ধাপে

গাজায় যুদ্ধবিরতি বাস্তবায়ন নিয়ে জটিলতা

ইরানে সুপ্রিম কোর্টের ভেতরে দুই বিচারপতিকে গুলি করে হত্যা

ইমরান–বুশরার সাজার রায় চ্যালেঞ্জ করবে পিটিআই

ভারতে এয়ার শো উপলক্ষে বেঙ্গালুরুতে মাংস বিক্রি বন্ধ

সেকশন