হোম > বিশ্ব

বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা ৩০ কোটি ছাড়াল

অনলাইন ডেস্ক

করোনার বৈশ্বিক মহামারি শুরু হওয়ার দুই বছর পর এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৩০ কোটি ছাড়িয়েছে। কর্মকর্তাদের বরাত দিয়ে গতকাল শুক্রবার বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।

বার্তা সংস্থা এএফপি বিভিন্ন দেশের স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছ থেকে করোনা সম্পর্কিত তথ্য সংগ্রহ করেছে।

বাংলাদেশ সময় গতকাল শুক্রবার রাত ১০টা পর্যন্ত বিশ্বে ৩০ কোটি ৪২ হাজার ৪৩৯ জন করোনা রোগী শনাক্ত করা হয়। ২০১৯ সালের ডিসেম্বরে চীনে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। 

সম্প্রতি ওমিক্রন ধরনের কারণে বিশ্বজুড়ে বাড়ছে করোনা রোগী। এই ধরন প্রথমে আফ্রিকার দেশ বতসোয়ানা ও দক্ষিণ আফ্রিকায় শনাক্ত হয়। 

এই ধরনে বিভিন্ন দেশে রেকর্ড পরিমাণ করোনা রোগী শনাক্ত হচ্ছে। গত সপ্তাহে পুরো বিশ্বে ১ কোটি ৩৫ লাখ করোনা রোগী শনাক্ত করা হয়েছে, যা আগের সপ্তাহের চেয়ে ৬৪ শতাংশ বেশি।

এএফপি বলছে, বিশ্বের প্রায় ৩৪টি দেশে গত এক সপ্তাহে রেকর্ড করোনা রোগী শনাক্ত হয়েছে। এদের মধ্যে ১৮টি দেশ ইউরোপের, ছয়টি ল্যাটিন আমেরিকা ও ক্যারিবিয়ান অঞ্চলের। এ ছাড়া যুক্তরাষ্ট্র, কানাডা ও অস্ট্রেলিয়ায় রেকর্ড পরিমাণ করোনা রোগী শনাক্ত করা হয়েছে। 

তবে করোনায় আক্রান্তের সংখ্যা বাড়লেও বিশ্বজুড়ে মৃত্যু কমেছে। গত সপ্তাহে করোনায় আক্রান্ত হয়েছে ৬ হাজার ১৭২ জন, যা গত সপ্তাহের চেয়ে ৩ শতাংশ কম।

পাল্টা হামলা শুরু করেছে ইয়েমেনের হুতিরা, পিছু হটেছে মার্কিন রণতরি

তৃতীয় বিশ্বের নেতা হওয়ার পথে দিল্লির বাধা চীনের উত্থান: ভারতীয় সেনাপ্রধান

আদালতের আদেশ মানলেন না ট্রাম্প, দুই শতাধিক ভেনেজুয়েলানকে পাঠালেন এল সালভাদরে

বাড়ি থেকে বিমানবন্দর, ১৫ মিনিটের উড়ন্ত ট্যাক্সি সেবা চালু করছে ‘ভার্জিন’

গরম কফিতে দগ্ধ ডেলিভারি ম্যান, ৬০৬ কোটি টাকা দিতে হবে স্টারবাকসকে

ইয়েমেনে মার্কিন বিমান হামলা, প্রতিশোধের হুমকি হুতিদের

ডিজিটাল থেকে কেন হঠাৎ কাগুজে মুদ্রায় ফিরছে সুইডেন, নরওয়ে

বোয়িংয়ের ওপর থেকে আস্থা হারাচ্ছে মার্কিনরা

ইউরোপে দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসান ঘটানো যুদ্ধটির অজানা কাহিনি

সন্তানদের নাম নেই হ্যাকম্যানের উইলে, কে পাবে ৯৭১ কোটি টাকার সম্পত্তি