হোম > বিশ্ব

মাঝ আকাশে যাত্রীবাহী উড়োজাহাজে বজ্রপাত, অল্পের জন্য রক্ষা

অনলাইন ডেস্ক

গত মার্চে বজ্রপাতের শিকার হয় এয়ার কানাডার বোয়িং ৭৭৭। ছবি: স্ক্রিনশট

আবারও মাঝ আকাশে বজ্রপাতের কবলে পড়ল উড়োজাহাজ। বজ্রপাতে ইউনাইটেড এয়ারলাইনসের বোয়িং ৭৩৭ উড়োজাহাজটির উইন্ডশিল্ড, ফ্রেম ও লেজ ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় একজন ফ্লাইট অ্যাটেনডেন্ট আহত হয়েছেন।

গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের ক্লিভল্যান্ডের আকাশে এ ঘটনা ঘটে। এর পরপরই উড়োজাহাজটিকে ক্লিভল্যান্ডে জরুরি অবতরণ করানো হয়।

দিনের চতুর্থ ফ্লাইটে বোয়িং ৭৩৭-৮০০ উড়োজাহাজটি শিকাগো ও’হেয়ার আন্তর্জাতিক বিমানবন্দর (ওআরডি) থেকে ক্লিভল্যান্ড হপকিন্স আন্তর্জাতিক (সিএলই) বিমানবন্দরে যাচ্ছিল। শিকাগো থেকে স্থানীয় সময় বিকেল ৪টা ৭ মিনিটে উড্ডয়ন করে সন্ধ্যা ৬টা ২ মিনিটে ক্লিভল্যান্ডে অবতরণ করে এটি।

ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের (এফএএ) এক প্রতিবেদনে বলা হয়েছে, উড়োজাহাজটি ক্লিভল্যান্ডের দিকে এগিয়ে যাওয়ার সময় বজ্রপাতের কবলে পড়ে। এতে উড়োজাহাজটির উইন্ডশিল্ড ও ফ্রেম ক্ষতিগ্রস্ত হয় এবং লেজে কিছু অংশ ঝলসে যায়। এ ছাড়া একজন ফ্লাইট অ্যাটেন্ডেন্ট সামান্য আহত হন।

ফ্লাইট রাডার ২৪–এর তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সন্ধ্যায় ক্লিভল্যান্ডে অবতরণের পর সেখানেই রয়েছে উড়োজাহাজটি। ক্ষয়ক্ষতি সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি।

বজ্রপাতের শিকার উড়োজাহাজ বোয়িং ৭৩৭-৮০০টি ২০১১ সালের মার্চে ইউনাইটেড এয়ারলাইনসের বহরে যুক্ত হয়। সিএইচ-অ্যাভিয়েশনের তথ্য অনুযায়ী, ১৬৬ জন যাত্রী ধারণক্ষমতার উড়োজাহাজটি ১৩ বছরে ৪৩ হাজার ঘণ্টার বেশি উড্ডয়ন করেছে এবং ১৫ হাজার ৫০০ ফ্লাইট সাইকেল সম্পন্ন করেছে।

উড়োজাহাজে বজ্রপাতের ঘটনা এর আগেও বেশ কয়েকবার ঘটেছে। চলতি বছরের শুরুতে একই দিনে দুটি উড়োজাহাজে বজ্রপাত হয়। বজ্রপাতে ইউনাইটেড ৭৩৭ ফ্লাইটটিতে ছোট ছিদ্র হয়ে যায় এবং ফ্রন্টিয়ার এ৩২০ নিও উড়োজাহাজের গায়ে আঁচড়ের দাগ পড়ে।

গত মার্চে ভ্যাঙ্কুভার থেকে উড়ে যাওয়া এয়ার কানাডার বোয়িং ৭৭৭ উড়োজাহাজে বজ্রপাত ক্যামেরায় ধরা পড়ে। বজ্রপাতের পরও উড়োজাহাজটি উড্ডয়ন অব্যাহত রাখে এবং গন্তব্য লন্ডনে পৌঁছায়।

পুরোনো উড়োজাহাজগুলোর মধ্যে বজ্রপাতের কবলে পড়ার ঘটনার মধ্যে সবচেয়ে খারাপ ঘটনাটি ছিল প্যান এম ফ্লাইট ২১৪–এ। বজ্রপাতে উড়োজাহাজের ফুয়েল ট্যাংকে আগুন ধরে ৮১ যাত্রী ও ক্রুর মৃত্যু হয়েছিল।

সম্প্রতি, যুক্তরাষ্ট্রের ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) বোয়িং ৭৭৭–এর ফুয়েল ট্যাংক এবং বজ্রপাত সংবেদনশীলতার বিষয়ে একটি নতুন এ নির্দেশিকা জারি করেছে। গত বছর বোয়িং ৭৪৭-এও এই সমস্যা দেখা গিয়েছিল।

তীব্র ঠান্ডায় ট্রাম্পের অভিষেক ঘরে, ফিরে এল ৪০ বছর পুরনো ঘটনা

গাজা যুদ্ধবিরতি চুক্তিতে যা আছে

যুক্তরাষ্ট্রে দাবানলে প্রাণহানি বেড়ে ২৭

গাজায় যুদ্ধবিরতি চুক্তি ইসরায়েলের মন্ত্রিসভায় অনুমোদন, কার্যকর রোববার

টিকটক নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিল যুক্তরাষ্ট্র

ইসরায়েলের নিরাপত্তা পরিষদে যুদ্ধবিরতি চুক্তি অনুমোদন, মন্ত্রিসভার সম্মতির অপেক্ষা

ট্রাম্পের অভিষেক: সি আমন্ত্রণ পেলেও পাননি মোদি, থাকছেন আরও যাঁরা

ট্রাম্পের শপথের আগেই বার্নিকাটসহ তিন কূটনীতিককে পদত্যাগের নির্দেশ

মহাসাগরে ‘চীনের আধিপত্য’ ঠেকানোই এখন ভারতের মূল অগ্রাধিকার: রাজনাথ সিং

রাশিয়ার হয়ে যুদ্ধে নিহত ১২ ও নিখোঁজ ১৬ ভারতীয়, জানাল মোদি সরকার

সেকশন