মেক্সিকোতে সড়ক দুর্ঘটনায় ১৩ জন নিহত হয়েছে। এ ছাড়া আহত হয়েছে আরও ১০ জন। আজ রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার মেক্সিকোর মধ্যাঞ্চলের একটি মহাসড়কে যাত্রীবোঝাই গাড়ি উল্টে খাদে পড়ে গেলে হতাহতের এই ঘটনা ঘটে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, মেক্সিকোর মধ্যাঞ্চলের জালিসকো প্রদেশের লাগোস দ্য মরোনো শহরের কাছে অবস্থিত ওই মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে। এটি কেন্দ্রীয় রাজ্য গুয়ানাজুয়াতো এবং জালিসকোকে সংযুক্ত করেছে।
জালিসকো প্রদেশের জরুরি সেবা সংস্থা এক টুইট বার্তায় জানিয়েছে, গাড়ির ভেতরে আটকা পড়ে নিহত হন সাতজন।
সংস্থাটি আরও জানিয়েছে, দুর্ঘটনাস্থলে দুই শিশুসহ নিহত হয় ১২ জন। পরে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে আরেকজনের মৃত্যু হয়।