হোম > বিশ্ব

গাজা যুদ্ধের সংবাদ ও ছবি প্রকাশ করে পুলিৎজার জিতল নিউ ইয়র্ক টাইমস ও রয়টার্স 

অনলাইন ডেস্ক

এবারে সাংবাদিকতার নোবেল খ্যাত পুলিৎজার পুরস্কার অনুষ্ঠানে গাজার যুদ্ধ বিশেষভাবে প্রদর্শিত হয়েছে। যেখানে ইসরায়েল-হামাস সংঘাত প্রকাশ করা সাংবাদিকদের জন্য বিশেষ কিছু বিষয় অন্তর্ভুক্ত ছিল। যুদ্ধের প্রতিবেদন ও ছবি তুলে পুলিৎজার পুরস্কার জিতেছে নিউ ইয়র্ক টাইমস, রয়টার্স। এনডিটিভির প্রতিবেদনে এমনটা উল্লেখ করা হয়েছে। 

প্রতিবেদনে বলা হয়েছে, ৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে হামাসের প্রাণঘাতী হামলার বিস্তৃত ও ইসরায়েলি সামরিক বাহিনীর ব্যাপক, মারাত্মক প্রতিক্রিয়াসংক্রান্ত প্রতিবেদন করে পুলিৎজার জিতেছে নিউ ইয়র্ক টাইমস। 

অন্যদিকে, ‘ব্রেকিং নিউজ ফটোগ্রাফি’ বিভাগে পুরস্কার পেয়েছে গাজা যুদ্ধ নিয়ে রয়টার্সের বেশ কয়েকটি ছবি। ছবিগুলোর মধ্যে একটি তোলা আলোকচিত্রী মোহাম্মদ সালেমের। ছবিতে দেখা যায়, গাজায় নিহত পাঁচ বছরের এক শিশুর মরদেহ জড়িয়ে ধরে আছেন এক ফিলিস্তিনি নারী। 

পুলিৎজার কমিটি বলেছে, ‘এই যুদ্ধ কবি-সাহিত্যিকদেরও প্রাণ নিয়েছে। পুলিৎজার পুরস্কার যেমন সাংবাদিকতা, শিল্পকলা এবং চিঠির বিভাগগুলোকে সম্মানিত করে, আমরা মানুষের অভিজ্ঞতার অমূল্য রেকর্ডের ক্ষতিকে চিহ্নিত করি।’

যখন পুরস্কার দেওয়া হচ্ছিল, তখন নিউ ইয়র্ক কলেজে ফিলিস্তিনপন্থি বিক্ষোভকারীদের সরিয়ে দিতে কাজ করছিল পুলিশ। ঘটনাস্থল থেকে মিডিয়াকে ব্যাপকভাবে অবরুদ্ধ করে এবং ঘটনা কভার করা ছাত্র-সাংবাদিকদের গ্রেপ্তারের হুমকি দেয়। 

কলম্বিয়ার দুই ছাত্র একটি নিবন্ধে ‘দমন’-এর রূপরেখা তুলে ধরেছেন, যার মধ্যে পুলিশের কাছ থেকে গ্রেপ্তারের হুমকি এবং ভিডিও ও ছবি হস্তান্তর করার জন্য বিশ্ববিদ্যালয় থেকে চাপ দেওয়া হয়েছে। 

অন্যান্য পুরস্কার অভিবাসী শিশু শ্রম, আইনি ব্যবস্থায় জাতিগত বৈষম্য এবং বন্দুক সহিংসতার বিষয়ে মার্কিন সাংবাদিকদের প্রতিবেদনকে সম্মানিত করেছে।

গাজায় যুদ্ধবিরতি বাস্তবায়ন নিয়ে জটিলতা

ইরানে সুপ্রিম কোর্টের ভেতরে দুই বিচারপতিকে গুলি করে হত্যা

ইমরান–বুশরার সাজার রায় চ্যালেঞ্জ করবে পিটিআই

ভারতে এয়ার শো উপলক্ষে বেঙ্গালুরুতে মাংস বিক্রি বন্ধ

শপথের দিনেই যেসব নির্বাহী আদেশ দিতে পারেন ট্রাম্প

গাজায় যুদ্ধবিরতি চুক্তিকে ইসরায়েলের ব্যর্থতা মনে করেন হিজবুল্লাহ প্রধান

আরজি কর হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ ও হত্যায় অভিযুক্ত সঞ্জয়কে দোষী সাব্যস্ত করে রায়

গাজায় যুদ্ধবিরতি কার্যকর হবে রোববার সকাল সাড়ে ৮টা থেকে: কাতার

ব্লিঙ্কেনের সংবাদ সম্মেলন থেকে ফিলিস্তিনি সাংবাদিককে টেনে হিঁচড়ে বের করে দিল

তীব্র ঠান্ডায় ট্রাম্পের অভিষেক ঘরে, ফিরে এল ৪০ বছর পুরোনো ঘটনা

সেকশন