হোম > বিশ্ব

তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্পে মৃত্যু ৫০ হাজার ছাড়াল

তুরস্ক ও সিরিয়া সীমান্তে আঘাত হানা স্মরণকালের ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা ৫০ হাজার ছাড়িয়েছে। এর মধ্যে শুধু তুরস্কে মারা গেছে ৪৪ হাজারেরও বেশি। বার্তা সংস্থা রয়টার্স আজ শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। 

গতকাল শুক্রবার তুরস্কের দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এএফএডি) জানিয়েছে, শুক্রবার রাত পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে ৪৪ হাজার ২১৮তে দাঁড়িয়েছে। অন্যদিকে সিরিয়া সরকার জানিয়েছে, সেখানে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫ হাজার ৯১৪তে দাঁড়িয়েছে। 

গত ৬ ফেব্রুয়ারি তুরস্ক ও সিরিয়ার দক্ষিণ, পূর্ব ও উত্তর সীমান্তে ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল তুরস্কের কাহরামানমারাসে। 

ভূমিকম্পের দুই সপ্তাহ পর গত ১৯ ফেব্রুয়ারি দুটি প্রদেশ ছাড়া সব এলাকায় উদ্ধার ও তল্লাশি অভিযানের সমাপ্তি টেনেছে তুরস্ক। দেশটির দুর্যোগ সংস্থার প্রধান ইউনুস সেজার আংকারায় সাংবাদিকদের বলেছেন, কাহরামানমারাস ও হাতায় প্রদেশের অন্তত ৪০টি ভবনে তল্লাশি অব্যাহত থাকবে। এ ছাড়া অন্য সব এলাকায় অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়েছে। ধ্বংসস্তূপের নিচে থেকে আর কোনো জীবিত উদ্ধারের আশা নেই বলেও জানিয়েছেন তিনি। 

এদিকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন তুরস্কে মানবিক সহায়তা হিসেবে ১০ কোটি মার্কিন ডলার দেওয়ার ঘোষণা দিয়েছেন। তবে সিরিয়ায় সহায়তা পৌঁছানো খুব চ্যালেঞ্জিং বলেও মন্তব্য করেছেন তিনি। 

তুরস্কের প্রায় ৩ লাখ ৪৫ হাজার অ্যাপার্টমেন্ট বিধ্বস্ত হয়েছে এবং অনেক মানুষ এখনো নিখোঁজ রয়েছে বলে জানা গেছে। তুরস্ক বা সিরিয়া কেউই এখনো নিখোঁজ মানুষের প্রকৃত সংখ্যা জানায়নি। 

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ক্ষতিগ্রস্ত হাতায় প্রদেশ পরিদর্শনকালে বলেছেন, ভূমিকম্পে বিধ্বস্ত অঞ্চলে ২ লাখ বাড়ি নির্মাণ করা হবে। নতুন বাড়িগুলো ফ্রন্টলাইন থেকে দূরে পাহাড়ের কাছাকাছি তৈরি করা হবে বলেও জানিয়েছেন তিনি। এরদোয়ান বলেন, ‘আশা করি আমরা এক বছরের মধ্যেই ঘরহারা মানুষকে নতুন বাড়িতে নিয়ে যেতে পারব।’ 

রাশিয়াকে পশ্চিম সম্মান করলে আর যুদ্ধ হবে না: পুতিন

জানুয়ারিতে আন্তর্জাতিক বিচার আদালতে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার শুনানি

বাংলাদেশ প্রসঙ্গে বাজপেয়ির ‘সেই বক্তব্য’ সামনে আনলেন শশী থারুর

ভারতে তেল দিয়ে ফেরার পথে বিধ্বস্ত রুশ জাহাজ—প্রতিশোধের হুমকি পুতিনের

ভারতে তেল দিয়ে ফেরার পথে রুশ জাহাজে আঘাত হানল ইউক্রেন

আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের সামনে বিক্ষোভ

ভারতীয়দের বিরুদ্ধে এইচ-১বি ভিসায় ব্যাপক জালিয়াতি ও ঘুষের অভিযোগ

শান্তিতে মাচাদোর নোবেল পাওয়ার বিরুদ্ধে জুলিয়ান অ্যাসাঞ্জের মামলা

দেশের টাকমাথার লোকদের বাঁচানোর লড়াইয়ে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট

‘মান বাঁচাতে’ ইউক্রেনকে ১০৫ বিলিয়ন ডলার ঋণ দিচ্ছে ইইউ