Ajker Patrika
হোম > বিশ্ব > ইউরোপ

সুইডেনে কোরআন পোড়ানো ইরাকি যুবক জীবিত, নরওয়েতে গ্রেপ্তার 

অনলাইন ডেস্ক

সুইডেনে কোরআন পোড়ানো ইরাকি যুবক জীবিত, নরওয়েতে গ্রেপ্তার 

নরওয়েতে মারা যাননি সুইডেনে একাধিকবার কোরআন পোড়ানো যুবক সালওয়ান মোমিকা। তবে দেশটির পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন তিনি। ধারণা করা হচ্ছে, মোমিকাকে আবারও সুইডেনে ফেরত পাঠাবে নরওয়ে কর্তৃপক্ষ। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

ভারতীয় বেশ কিছু সংবাদমাধ্যম ইতালির একটি অপরিচিত সম্প্রচারমাধ্যম রেডিও জেনোয়ার বরাত দিয়ে খবর প্রকাশ করেছিল যে, সুইডেনে একাধিকবার কোরআন পোড়ানো ইরাকি যুবক সালওয়ান মোমিকা মারা গেছেন। পরে বিষয়টি নিয়ে ধোঁয়াশা তৈরি হয়। 

সালওয়ান মোমিকা গত সপ্তাহে এএফপিকে জানিয়েছিলেন, তিনি নরওয়েতে যাবেন আশ্রয়লাভের জন্য। তবে সম্ভবত তাঁর সেই আশা পূর্ণ হবে না। নরওয়ের রাজধানী অসলোর একটি জেলা আদালতে চলমান মোমিকাসংক্রান্ত মামলার নথিপত্রের কপি এএফপির কাছে আছে। সেখান থেকে দেখা গেছে, মোমিকাকে গত ২৮ মার্চ গ্রেপ্তার করা হয়েছে। তার ঠিক আগের দিন তিনি দেশটিতে পৌঁছান। 

পরে ওই মামলার শুনানি অনুষ্ঠিত হয় গত ৩০ মার্চ এবং সেখানে তাঁকে চার সপ্তাহের জন্য জেল হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে নরওয়ের অভিবাসন বিভাগের অনুরোধক্রমে ইউরোপীয় ইউনিয়নের আইন অনুসারে মোমিকাকে ফের সুইডেনে ফেরত পাঠানোর নির্দেশ দেওয়া হয়। 
 
আদালতের নির্দেশে বলা হয়, আনুষ্ঠানিক ও বাস্তবসম্মত সব ব্যবস্থা গ্রহণের পরপরই তাঁর প্রত্যাবাসনের বিষয়টি কার্যকর করতে হবে। আদালতে পুলিশ অনুরোধ করেছিল, যতক্ষণ না আনুষ্ঠানিক ব্যবস্থা গ্রহণ সম্ভব হয়, ততক্ষণ তাঁকে জেল হেফাজতে রাখা হোক। কারণ, এমনটা না হলে মোমিকা আদালতের আদেশ অমান্য করে নরওয়ের কোথাও লুকিয়ে পড়তে পারেন। 

ইরাকি যুবক মোমিকার সুইডেনে কোরআন পোড়ানোর বিষয়টি বিশ্বজুড়ে বিশেষ করে মুসলিমদের মধ্যে ব্যাপক ক্ষোভের জন্ম দেয়। তাঁর কোরআন পোড়ানোর ঘটনার পরিপ্রেক্ষিতে ইরাকি বিক্ষোভকারীরা দেশটিতে সুইডিশ দূতাবাসে ভাঙচুর চালায়। এমনকি দ্বিতীয় দফায় বাগদাদে সুইডিশ দূতাবাসে আগুনই ধরিয়ে দেয়। 

ইরাকি যুবক মোমিকা অভিবাসনপ্রত্যাশী হিসেবে সুইডেনে গিয়েছিলেন। কিন্তু গত বছরের অক্টোবরে সুইডিশ মাইগ্রেশন এজেন্সি তাঁর বসবাসের অনুমতি বাতিল করে। কারণ হিসেবে উল্লেখ করা হয়, মোমিকা তাঁর আবেদনের সময় মিথ্যা তথ্য দিয়েছিলেন। সে সময় সালওয়ান মোমিকা বলেছিলেন, তাঁর ইরাকে ফিরতে গেলে নিরাপত্তাজনিত সমস্যা সৃষ্টি হতে পারে।

গাজায় ফের যুদ্ধ শুরুর হুমকি নেতানিয়াহুর

ভারতে ২০২৩-২৪ অর্থবছরে ইউএসএআইডির অর্থায়ন ৭৫০ মিলিয়ন ডলার

যুক্তরাষ্ট্রে ইউএসএআইডির ১৬০০ পদ বিলুপ্ত, বাকিদের সবেতন ছুটি

জার্মান পার্লামেন্ট নির্বাচনে জয়ী রক্ষণশীল জোট, চ্যান্সেলর হতে যাচ্ছেন ফ্রেডরিক মের্ৎস

বোমা হামলার হুমকি: রোমে মার্কিন ফ্লাইটের জরুরি অবতরণ

শান্তির জন্য ইউক্রেনের প্রেসিডেন্ট পদ ছাড়তে প্রস্তুত জেলেনস্কি

ইউক্রেনে রাশিয়ার ব্যাপক ড্রোন হামলা

চতুর্থ দফায় আরও ১২ ভারতীয়কে ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র

মহাকুম্ভের পুণ্যস্নানে এসে স্বামীর পরকীয়ার বলি হলেন স্ত্রী

হত্যার দায়ে ৩০ বছর সাজা ভোগের পর ডিএনএ টেস্টে নিরপরাধ প্রমাণ