হাইতিতে একটি ব্যক্তিগত বিমান বিধ্বস্ত হয়ে ছয়জন নিহত হয়েছেন। স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে গতকাল শনিবার এমনটি জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, বিমানটি স্থানীয় সময় শুক্রবার ৬টা ৫৭ মিনিটে বিমানবন্দর থেকে যাত্রা করেছিল। নিহতদের মধ্যে দুজন একটি মার্কিন মিশনারির সদস্য ছিলেন।
হাইতিতে মার্কিন মিশনারি সংস্থা গোসপেল জানিয়েছে, দুর্ঘটনায় ওই সংস্থার দুজন নিহত হয়েছেন। এদের মধ্যে একজন ট্রেন্ট হোসটেল্টার (৩৫), অন্যজন জন মিলার (৪৩)
হাইতির ন্যাশনাল সিভিল অ্যাভিয়েশন অফিস (এনসিএও) জানিয়েছে, যাত্রা করার এক ঘণ্টা পরেই রাজধানীর পর্তোপ্রাঁসের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় উপকূলীয় শহর জ্যাকমেলে পৌঁছানোর কথা ছিল বিমানটির। কিন্তু দুর্ভাগ্যক্রমে এটি বিধ্বস্ত হয়।
এনসিএও এক বিবৃতিতে জানিয়েছে, বিমানটি ছয়জন আরোহী নিয়ে বিধ্বস্ত হয়েছে।
হাইতির ওয়েস্ট ডিপার্টমেন্টের নাগরিক সুরক্ষা সমন্বয়কারী গুটেনবার্গ ডেসটিন দুর্ঘটনার তথ্য এএফপিকে নিশ্চিত করে বলেন, বিমানে থাকা ছয় আরোহীই নিহত হয়েছেন।
কী কারণে ওই দুর্ঘটনা ঘটেছে, তা এখনো নিশ্চিত নয়। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত চলছে।