Ajker Patrika
হোম > বিশ্ব

মেক্সিকোয় গির্জার ছাদ ধসে ৭ জন নিহত, ধ্বংসস্তূপের নিচে আটকা ২০

অনলাইন ডেস্ক

মেক্সিকোয় গির্জার ছাদ ধসে ৭ জন নিহত, ধ্বংসস্তূপের নিচে আটকা ২০

মেক্সিকোতে একটি গির্জার ছাদ ধসে ৭ জন নিহত হয়েছে। এই ঘটনায় ধ্বংসস্তূপের নিচে আরও ২০ জন আটকা পড়ে আছে। আজ রোববার দেশটির তামাউলিপাস প্রদেশে এ ঘটনা ঘটে বলে বিবিসির প্রতিবেদন থেকে জানা গেছে।

স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, দুর্ঘটনার সময় সেখানে ব্যাপ্টিজম অনুষ্ঠান চলছিল। পুলিশের তথ্যমতে, তখন সেখানে উপস্থিত ছিলেন প্রায় ১০০ জন। সিউদাদ মাদেরোর সান্তা ক্রুজ গির্জার ছাদ ধসে পড়ার পরে ৪৯ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে। আটকে পড়াদের মধ্যে বেশ কয়েকটি শিশুও রয়েছে বলে ধারণা করা হচ্ছে এবং তাদের উদ্ধারে তৎপরতা চলছে।

সামাজিক প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়া বেশ কিছু ছবিতে দেখা গেছে, আশপাশের লোকজন ধ্বংসস্তূপের চারপাশে ভিড় করে ভেতরে আটকা পড়া মানুষদের উদ্ধারে মরিয়া হয়ে কাজ করছে। ধ্বংসস্তূপ সরানোর চেষ্টা করতে তারা বেলচা ও কুঠার নিয়ে হাজির হয়েছে। রোববার বিকেলের এই ধসের পরে জরুরি পরিষেবার দলগুলোও ঘটনাস্থলে হাজির হয়।

ঘটনাস্থলে জড়ো হওয়া মানুষকে নীরব থাকার অনুরোধ জানানো হয়েছে যাতে ভেতরে আটকে পড়াদের কেউ সাহায্যের জন্য ডাকছে কি না তা শোনা সম্ভব হয়।

ট্যাম্পিকোর ডায়োসিসের বিশপ হোসে আরমান্দো আলভারেজ ক্যানো সামাজিক প্ল্যাটফর্মে বলেছেন, ‘ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা লোকদের খুঁজে বের করার কাজ চলছে।’ তিনি বলেন, এটি বেশ ‘কঠিন সময়’। এ ছাড়া ভিডিও বার্তার শেষে তিনি বলেন, ‘প্রভু আপনাদের সাহায্য করুন।’

ইউরোপে আশ্রয়: আবেদনের তালিকায় বাংলাদেশিদের রেকর্ড

নারী শিক্ষা প্রচারের অভিযোগে আফগান অধিকারকর্মীকে গ্রেপ্তার

জার্মানিতে ‘নগ্ন সৈকতে’ পোশাক পরা ব্যক্তিদের নিষিদ্ধ ঘোষণা

ইউক্রেন সবচেয়ে বড় পরীক্ষা, শান্তিতে নেতৃত্ব দেবে যুক্তরাজ্য: ব্রিটিশ সংসদে স্টারমার

‘ক্রিপটো রিজার্ভ’ গড়বে যুক্তরাষ্ট্র, ঘোষণামাত্রই আকাশে উড়ছে এই মুদ্রার বাজার

সংযুক্ত আরব আমিরাতে ভারতীয় নারীর মৃত্যুদণ্ড কার্যকর

যার রক্ত ২৪ লাখ শিশুর জীবন বাঁচিয়েছে, তিনি আর নেই

রাজনীতিকদের ওপর নজরদারি করতে গিয়ে নারী কেলেঙ্কারিতে জড়িয়েছে ব্রিটিশ পুলিশ

ইহুদিদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছেন জেলেনস্কি: রুশ পররাষ্ট্রমন্ত্রী

গাজা পুনর্গঠনে জরুরি বৈঠকে বসছে আরব দেশগুলো