হোম > বিশ্ব

ইউক্রেনের ৪৮ লাখ শিশু উদ্বাস্তু হয়েছে: জাতিসংঘ

ইউক্রেন ও রাশিয়ার মধ্যে চলমান যুদ্ধে এ পর্যন্ত ৪৮ লাখ ইউক্রেনীয় শিশু উদ্বাস্তু হয়েছে বলে জানিয়েছেন জাতিসংঘের একজন কর্মকর্তা। গতকাল এক সংবাদ সম্মেলনে ইউনিসেফের জরুরি কর্মসূচি পরিচালক ম্যানুয়েল ফন্টেইন এ তথ্য জানিয়েছেন বলে এক প্রতিবেদনে উল্লেখ করেছে বার্তা সংস্থা এএফপি। 

ম্যানুয়েল ফন্টেইন বলেন, ‘ইউক্রেনের ৭৫ লাখ শিশুর মধ্যে প্রায় দুই-তৃতীয়াংশই বাস্তুচ্যুত হয়েছে। এদের মধ্যে ২৮ লাখ অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়েছে এবং ২০ লাখ শরণার্থী হয়ে বিভিন্ন দেশে চলে গেছে। সব মিলিয়ে বর্তমানে ৪৮ লাখ ইউক্রেনীয় শিশু উদ্বাস্তু জীবন কাটাচ্ছে।’ 

শিশুরা দুর্ভিক্ষের শিকার হচ্ছে বলেও জানান ম্যানুয়েল ফন্টেইন। তিনি বলেন, ‘ঘরবাড়ি হারানো উদ্বাস্তু শিশুরা প্রয়োজনীয় খাবারটুকু পর্যন্ত পাচ্ছে না।’ তবে এখনো আনুমানিক ৩২ লাখ শিশু নিজেদের বাড়িতে রয়েছে বলেও জানান তিনি। 

এ ছাড়া ইউক্রেনের নারীদের ওপরেও ভয়াবহ সহিংসতার ঘটনা ঘটছে বলে জানিয়েছেন জাতিসংঘের নারী সংস্থার পরিচালক সিমা বাহাউস। গতকাল সোমবার নিউইয়র্কে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে তিনি বলেন, ‘ইউক্রেনে নারী ও শিশুদের কোনো সুরক্ষা নেই। ইতিমধ্যে লাখ লাখ শিশু উদ্বাস্তু হয়েছে। সেখানে অব্যাহতভাবে ধর্ষণ ও যৌন সহিংসতার ঘটনা ঘটছে বলে আমরা শুনছি। এই যুদ্ধ এখনই বন্ধ করতে হবে এবং ন্যায়বিচার ও জবাবদিহি নিশ্চিত করতে এই অভিযোগগুলো স্বাধীনভাবে তদন্ত করতে হবে।’ 

সিমা বাহাউস সম্প্রতি ইউক্রেনের যুদ্ধাবস্থা পরিদর্শন শেষে ফিরে এসে বলেন, ‘সেখানে রুশ সেনাবাহিনী গিজগিজ করছে। বেসামরিক মানুষদের ওপর ব্যাপক নৃশংসতা চালানো হচ্ছে। সবচেয়ে নাজুক অবস্থায় আছে নারী ও শিশুরা। 

জাতিসংঘের নিরাপত্তা পরিষদ এসব অভিযোগের তদন্ত করবে কি না, তা এখনো স্পষ্ট নয়। কারণ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য দেশ রাশিয়া। 

আসামে মধ্যরাতে ট্রেনের ধাক্কায় ৭ হাতির মৃত্যু, রক্ষা পেলেন যাত্রীরা

রাশিয়াকে পশ্চিম সম্মান করলে আর যুদ্ধ হবে না: পুতিন

জানুয়ারিতে আন্তর্জাতিক বিচার আদালতে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার শুনানি

বাংলাদেশ প্রসঙ্গে বাজপেয়ির ‘সেই বক্তব্য’ সামনে আনলেন শশী থারুর

ভারতে তেল দিয়ে ফেরার পথে বিধ্বস্ত রুশ জাহাজ—প্রতিশোধের হুমকি পুতিনের

ভারতে তেল দিয়ে ফেরার পথে রুশ জাহাজে আঘাত হানল ইউক্রেন

আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের সামনে বিক্ষোভ

ভারতীয়দের বিরুদ্ধে এইচ-১বি ভিসায় ব্যাপক জালিয়াতি ও ঘুষের অভিযোগ

শান্তিতে মাচাদোর নোবেল পাওয়ার বিরুদ্ধে জুলিয়ান অ্যাসাঞ্জের মামলা

দেশের টাকমাথার লোকদের বাঁচানোর লড়াইয়ে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট