হোম > বিশ্ব

পেরুতে ১২০০ বছরের পুরোনো মমির সন্ধান, বলি দেওয়া হয়েছিল বলে ধারণা 

অনলাইন ডেস্ক

দক্ষিণ আমেরিকার দেশ পেরুতে ১২০০ বছর আগের ২০টি মমির সন্ধান মিলেছে। এদের মধ্যে ৮টি শিশুর ও ১২টি পূর্ণবয়স্ক মানুষের। স্থানীয় সময় মঙ্গলবার মমিগুলো উদ্ধার করেন প্রত্নতত্ত্ববিদেরা। 

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, রাজধানী লিমা থেকে ১৬ কিলোমিটার দূরের উত্তর-পূর্বাঞ্চলীয় এলাকা কাজামারকুইলা থেকে মমিগুলোর সন্ধান মেলে। গত নভেম্বরে সেখানে বেশ কিছু মমির সন্ধান মেলে।

প্রত্নতাত্ত্বিক পিটার ভ্যান ডালেন বলেছেন, মৃতদেহ কিছু মমি করা ছিল, কিছু ছিল কঙ্কাল। মমিগুলো প্রাচীন প্রাক-হিস্পানিক রীতির অংশ হিসেবে বস্ত্রের বিভিন্ন স্তরে মোড়ানো ছিল এবং সম্ভবত মূল মমির সঙ্গে উৎসর্গ করা হয়েছিল। মূল মমিটি ছিল ৩৫ বছর বয়সী যুবকের। 

সংবাদ সম্মেলনে পিটার ভ্যান ডালেন বলেন, তাঁদের বিশ্বাসে মৃত্যুই শেষ ছিল না। তারা বরং একটি সমান্তরাল জগতে বিশ্বাস করত, যেখানে মৃতরা বাস করত। 

ভ্যান ডালেন বলেন, কাজামারকুইলার আচারের অংশ হিসাবে কিছু মমিতে সহিংসতার প্রমাণ রয়েছে। 
 
গবেষণা দলের সদস্য ইয়োমিরা হুয়ামান বলেন, অন্ত্যেষ্টিক্রিয়ায় জ্যাম্পোনা নামে বাঁশি ব্যবহার হতো। আমি মনে করি কাজামারকুইলার আরও অনেক কিছু বলার আছে। আমাদেরও বলার আরও অনেক কিছু আছে।

পেরু হলো ইনকা সাম্রাজ্যের আগে ও পরে গড়ে ওঠা শত শত প্রত্নতাত্ত্বিক স্থানের আবাসস্থল। এই সাম্রাজ্য দক্ষিণ ইকুয়েডর, কলম্বিয়া থেকে মধ্য চিলি পর্যন্ত। 

ইমরান–বুশরার সাজার রায় চ্যালেঞ্জ করবে পিটিআই

ভারতে এয়ার শো উপলক্ষে বেঙ্গালুরুতে মাংস বিক্রি বন্ধ

শপথের দিনেই যেসব নির্বাহী আদেশ দিতে পারেন ট্রাম্প

গাজায় যুদ্ধবিরতি চুক্তিকে ইসরায়েলের ব্যর্থতা মনে করেন হিজবুল্লাহ প্রধান

আরজি কর হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ ও হত্যায় অভিযুক্ত সঞ্জয়কে দোষী সাব্যস্ত করে রায়

গাজায় যুদ্ধবিরতি কার্যকর হবে রোববার সকাল সাড়ে ৮টা থেকে: কাতার

ব্লিঙ্কেনের সংবাদ সম্মেলন থেকে ফিলিস্তিনি সাংবাদিককে টেনে হিঁচড়ে বের করে দিল

তীব্র ঠান্ডায় ট্রাম্পের অভিষেক ঘরে, ফিরে এল ৪০ বছর পুরোনো ঘটনা

গাজা যুদ্ধবিরতি চুক্তিতে যা আছে

যুক্তরাষ্ট্রে দাবানলে প্রাণহানি বেড়ে ২৭

সেকশন