সংঘর্ষ, সহিংসতা এবং অন্যান্য সংকটের কারণে ২০২১ সালের শেষ পর্যন্ত বিশ্বে ৩ কোটি ৬৫ লাখ শিশু বাস্তুচ্যুত হয়েছে। শুক্রবার (১৭ জুন) জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থার (ইউনিসেফ) এক প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।
ইউনিসেফের প্রতিবেদনে বলা হয়, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এটিই সর্বোচ্চ শিশু বাস্তুচ্যুতের সংখ্যা। গত এক বছরেই ২২ লাখ বাস্তুচ্যুত শিশুর সংখ্যা বেড়েছে। ৩ কোটি ৬০ লাখ শিশুর মধ্যে প্রায় ১ কোটি ৩৭ লাখ শরণার্থী হয়েছে। আর সংঘাত ও সহিংসতার কারণে অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়েছে ২ কোটি ২৮ লাখ শিশু।
জলবায়ু ও পরিবেশগত কারণে বাস্তুচ্যুত এবং ২০২২ সালে রাশিয়া-ইউক্রেন সংঘাতে বাস্তুচ্যুত হওয়া শিশুদের ইউনিসেফের এই তালিকায় অন্তর্ভুক্ত করা হয়নি।
প্রতিবেদনে আরও বলা হয়, বাস্তুচ্যুত ৩ কোটি ৬৫ লাখ শিশুর প্রায় ৫০ শতাংশই প্রাইমারি স্কুলের শিক্ষার্থীদের বয়সী। বাকিদের মধ্যে প্রায় ২৫ শতাংশ মাধ্যমিক স্কুল শিক্ষার্থীদের বয়সী। বাস্তুচ্যুত এসব শিশুর জরুরি স্বাস্থ্যসেবা, শিক্ষা ও সুরক্ষার মতো সহায়তা প্রয়োজন।
বাস্তুচ্যুত ও শরণার্থী হওয়ার পাশাপাশি মানব পাচারের শিকার হয়েছে উল্লেখযোগ্যসংখ্যক শিশু। ৩ কোটি ৬৫ লাখ বাস্তুচ্যুত শিশুর মধ্যে ২৮ শতাংশই মানব পাচারের শিকার।