হোম > বিশ্ব

সাড়ে ৩ কোটির বেশি শিশু বাস্তুচ্যুত: ইউনিসেফ

সংঘর্ষ, সহিংসতা এবং অন্যান্য সংকটের কারণে ২০২১ সালের শেষ পর্যন্ত বিশ্বে ৩ কোটি ৬৫ লাখ শিশু বাস্তুচ্যুত হয়েছে। শুক্রবার (১৭ জুন) জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থার (ইউনিসেফ) এক প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।

ইউনিসেফের প্রতিবেদনে বলা হয়, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এটিই সর্বোচ্চ শিশু বাস্তুচ্যুতের সংখ্যা। গত এক বছরেই ২২ লাখ বাস্তুচ্যুত শিশুর সংখ্যা বেড়েছে। ৩ কোটি ৬০ লাখ শিশুর মধ্যে প্রায় ১ কোটি ৩৭ লাখ শরণার্থী হয়েছে। আর সংঘাত ও সহিংসতার কারণে অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়েছে ২ কোটি ২৮ লাখ শিশু।

জলবায়ু ও পরিবেশগত কারণে বাস্তুচ্যুত এবং ২০২২ সালে রাশিয়া-ইউক্রেন সংঘাতে বাস্তুচ্যুত হওয়া শিশুদের ইউনিসেফের এই তালিকায় অন্তর্ভুক্ত করা হয়নি।

ইউনিসেফের নির্বাহী পরিচালক ক্যাথরিন রাসেল বিবৃতিতে বলেন, ‘আমরা আশা করছি, বিশ্বের বিভিন্ন দেশের সরকার শিশুদের বাস্তুচ্যুত ও পাচার হওয়া রোধে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে এবং যেসব শিশু ইতিমধ্যে বাস্তুচ্যুত হয়েছে, তাদের সুরক্ষা, শিক্ষা ও অন্যান্য জরুরি সেবা নিশ্চিত করবে।’

প্রতিবেদনে আরও বলা হয়, বাস্তুচ্যুত ৩ কোটি ৬৫ লাখ শিশুর প্রায় ৫০ শতাংশই প্রাইমারি স্কুলের শিক্ষার্থীদের বয়সী। বাকিদের মধ্যে প্রায় ২৫ শতাংশ মাধ্যমিক স্কুল শিক্ষার্থীদের বয়সী। বাস্তুচ্যুত এসব শিশুর জরুরি স্বাস্থ্যসেবা, শিক্ষা ও সুরক্ষার মতো সহায়তা প্রয়োজন। 

বাস্তুচ্যুত ও শরণার্থী হওয়ার পাশাপাশি মানব পাচারের শিকার হয়েছে উল্লেখযোগ্যসংখ্যক শিশু। ৩ কোটি ৬৫ লাখ বাস্তুচ্যুত শিশুর মধ্যে ২৮ শতাংশই মানব পাচারের শিকার।

আসামে মধ্যরাতে ট্রেনের ধাক্কায় ৭ হাতির মৃত্যু, রক্ষা পেলেন যাত্রীরা

রাশিয়াকে পশ্চিম সম্মান করলে আর যুদ্ধ হবে না: পুতিন

জানুয়ারিতে আন্তর্জাতিক বিচার আদালতে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার শুনানি

বাংলাদেশ প্রসঙ্গে বাজপেয়ির ‘সেই বক্তব্য’ সামনে আনলেন শশী থারুর

ভারতে তেল দিয়ে ফেরার পথে বিধ্বস্ত রুশ জাহাজ—প্রতিশোধের হুমকি পুতিনের

ভারতে তেল দিয়ে ফেরার পথে রুশ জাহাজে আঘাত হানল ইউক্রেন

আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের সামনে বিক্ষোভ

ভারতীয়দের বিরুদ্ধে এইচ-১বি ভিসায় ব্যাপক জালিয়াতি ও ঘুষের অভিযোগ

শান্তিতে মাচাদোর নোবেল পাওয়ার বিরুদ্ধে জুলিয়ান অ্যাসাঞ্জের মামলা

দেশের টাকমাথার লোকদের বাঁচানোর লড়াইয়ে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট