Ajker Patrika
হোম > বিশ্ব

সাড়ে ৩ কোটির বেশি শিশু বাস্তুচ্যুত: ইউনিসেফ

অনলাইন ডেস্ক

সাড়ে ৩ কোটির বেশি শিশু বাস্তুচ্যুত: ইউনিসেফ

সংঘর্ষ, সহিংসতা এবং অন্যান্য সংকটের কারণে ২০২১ সালের শেষ পর্যন্ত বিশ্বে ৩ কোটি ৬৫ লাখ শিশু বাস্তুচ্যুত হয়েছে। শুক্রবার (১৭ জুন) জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থার (ইউনিসেফ) এক প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।

ইউনিসেফের প্রতিবেদনে বলা হয়, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এটিই সর্বোচ্চ শিশু বাস্তুচ্যুতের সংখ্যা। গত এক বছরেই ২২ লাখ বাস্তুচ্যুত শিশুর সংখ্যা বেড়েছে। ৩ কোটি ৬০ লাখ শিশুর মধ্যে প্রায় ১ কোটি ৩৭ লাখ শরণার্থী হয়েছে। আর সংঘাত ও সহিংসতার কারণে অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়েছে ২ কোটি ২৮ লাখ শিশু।

জলবায়ু ও পরিবেশগত কারণে বাস্তুচ্যুত এবং ২০২২ সালে রাশিয়া-ইউক্রেন সংঘাতে বাস্তুচ্যুত হওয়া শিশুদের ইউনিসেফের এই তালিকায় অন্তর্ভুক্ত করা হয়নি।

বাস্তুচ্যুত এসব শিশুদের জরুরি স্বাস্থ্যসেবা, শিক্ষা এবং সুরক্ষার মতো সহায়তা প্রয়োজনইউনিসেফের নির্বাহী পরিচালক ক্যাথরিন রাসেল বিবৃতিতে বলেন, ‘আমরা আশা করছি, বিশ্বের বিভিন্ন দেশের সরকার শিশুদের বাস্তুচ্যুত ও পাচার হওয়া রোধে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে এবং যেসব শিশু ইতিমধ্যে বাস্তুচ্যুত হয়েছে, তাদের সুরক্ষা, শিক্ষা ও অন্যান্য জরুরি সেবা নিশ্চিত করবে।’

প্রতিবেদনে আরও বলা হয়, বাস্তুচ্যুত ৩ কোটি ৬৫ লাখ শিশুর প্রায় ৫০ শতাংশই প্রাইমারি স্কুলের শিক্ষার্থীদের বয়সী। বাকিদের মধ্যে প্রায় ২৫ শতাংশ মাধ্যমিক স্কুল শিক্ষার্থীদের বয়সী। বাস্তুচ্যুত এসব শিশুর জরুরি স্বাস্থ্যসেবা, শিক্ষা ও সুরক্ষার মতো সহায়তা প্রয়োজন। 

বাস্তুচ্যুত ও শরণার্থী হওয়ার পাশাপাশি মানব পাচারের শিকার হয়েছে উল্লেখযোগ্যসংখ্যক শিশু। ৩ কোটি ৬৫ লাখ বাস্তুচ্যুত শিশুর মধ্যে ২৮ শতাংশই মানব পাচারের শিকার।

বাইডেনের কারণেই আমেরিকার ডিমের বাজারে আগুন, আমি নিয়ন্ত্রণ করব: ট্রাম্প

৬ জ্যান্ত হাতি নিয়ে রাশিয়ায় মিয়ানমারের জান্তাপ্রধান, উচ্ছ্বসিত পুতিন

গাজা পুনর্গঠনে ৫৩০০ কোটি ডলারের পরিকল্পনা: সমর্থন জাতিসংঘের, ইসরায়েলের প্রত্যাখ্যান

ফিলিস্তিনপন্থী বিদেশি শিক্ষার্থীদের ফেরত পাঠানোর হুঁশিয়ারি ট্রাম্পের

হুতিদের ফের ‘সন্ত্রাসী’ তালিকাভুক্ত করল যুক্তরাষ্ট্র

সুদান থেকে যেভাবে পাচার হচ্ছে কোকাকোলা ও দামি চকলেটের মূল উপাদান

পাকিস্তানে নিরাপত্তা চৌকিতে বোমা হামলা, ৭ শিশুসহ নিহত ১২

গাজা পুনর্গঠনে ট্রাম্পের বিকল্প প্রস্তাবে সম্মত আরব বিশ্ব, ব্যয় ৫৩০০ কোটি ডলার

খনিজ চুক্তি স্বাক্ষরে ফের তোড়জোড় যুক্তরাষ্ট্র-ইউক্রেনের

ট্রাম্পের শুল্কনীতিতে চটেছে কানাডা-মেক্সিকো, মার্কিন পণ্য বর্জন ও পাল্টা কর আরোপের সিদ্ধান্ত