হোম > বিশ্ব

সমালোচকদের গাধার পিঠে চড়তে বললেন বলসোনারো

অনলাইন ডেস্ক

ঢাকা : সমালোচকদের গাধার পিঠে চড়তে বলে ফের বিতর্কিত হলেন ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসোনারো। স্থানীয় সময় শুক্রবার তিনি ব্রাজিলের দক্ষিণ–পূর্বাঞ্চলীয় রাজ্য এসপিরিটো সান্টো সফরে গিয়ে এমন মন্তব্য করেন। 

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, একটি সরকারি প্রকল্প উদ্বোধন করতে গতকাল শুক্রবার ব্রাজিলের দক্ষিণ–পূর্বাঞ্চলীয় রাজ্য এসপিরিটো সান্টোতে যান বলসোনারো। সেখানকার বিমানবন্দরে একটি উড়োজাহাজের ভেতরে বলসোনারোকে নিজের সমর্থকদের সঙ্গে সেলফি তুলতে দেখা যায়। বিমানের অনেক যাত্রীই তখন ‘বের হয়ে যাও বলসোনারো’ এবং ‘গণহত্যাকারী পাগল’ বলে দুয়ো ধ্বনি দিতে থাকেন। এই দুয়ো ধ্বনির প্রতিক্রিয়া দেখাতে গিয়ে বলসোনারো বলেন, যাঁরা বলছেন বের হয়ে যাও, তাঁদের গাধার পিঠে চড়ে ভ্রমণ করা উচিত। ওই সময় বলসোনারো নিজের মুখের মাস্কও খুলে ফেলেন। এই ভিডিও ব্রাজিলের সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। 

ব্রাজিলের সংবাদমাধ্যমগুলো বলছে, বিমানবন্দরে এভাবে মাস্ক খুলে ফেলে বিধিনিষেধকে বুড়ো আঙুল দেখিয়েছেন বলসোনারো। 

এ নিয়ে ব্রাজিলের প্রেসিডেন্টের কার্যালয় থেকে কোনো মন্তব্য করা হয়নি। 

করোনা নিয়ন্ত্রণ নিয়ে বৈশ্বিক মহামারির শুরু থেকেই বিতর্কিত হয়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসোনারো। করোনা নিয়ে একের পর এক বিতর্কিত মন্তব্যও করেছেন তিনি। করোনায় সর্বোচ্চ মৃত্যুর দিক দিয়ে বিশ্বতালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ব্রাজিল। দেশটিতে করোনায় ৪ লাখ ৮০ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। এ তালিকার শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। 

ইউরোপে ন্যাটোভুক্ত দেশে পারমাণবিক বোমার মজুত বাড়াল যুক্তরাষ্ট্র

সাইফ আলীকে ছুরিকাঘাত: সন্দেহভাজনকে বাংলাদেশি বলে চালানোর চেষ্টা ভারতীয় পুলিশের

যুদ্ধবিরতির প্রতিবাদে ইসরায়েলের জাতীয় নিরাপত্তামন্ত্রীর পদত্যাগ

গাজায় ৪৭ হাজার ফিলিস্তিনি হত্যার পর যুদ্ধবিরতি টানল ইসরায়েল

মুক্তি পেতে যাওয়া ৩ জিম্মির নাম প্রকাশ হামাসের, গাজায় ১০ জনকে হত্যা করল ইসরায়েল

ট্রাম্পের নামে মিম কয়েন, এক লাফে দাম উঠল ৩২ ডলার

অভিষেকের আগে আবারও বিক্ষোভের মুখে ট্রাম্প

গাজায় চলছে ইসরায়েলি হামলা, যুদ্ধবিরতির খবর নেই

৩০ লাখ কুকুর নিধনের পরিকল্পনা মরক্কোর

জিম্মি তালিকা নিয়ে ইসরায়েল-হামাস দ্বন্দ্ব, গাজায় যুদ্ধবিরতি অনিশ্চয়তায়

সেকশন