মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটির একটি বাড়িতে বন্দুক হামলায় ছয় নারীসহ আটজন নিহত হয়েছেন। স্থানীয় সময় সোমবার এই হামলার ঘটনা ঘটে। কর্তৃপক্ষের বরাত দিয়ে এমনটি জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
মেক্সিকো সিটি রাজ্যের প্রসিকিউটর অফিসের পক্ষ থেকে জানানো হয়, রাজধানীর উত্তরে তুলতেপেক পৌরসভায় গুলিতে ছয় নারী ও দুই পুরুষ নিহত হয়েছেন। এ ঘটনায় তদন্ত চলছে।
কর্তৃপক্ষ নিহতদের সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি, তবে স্থানীয় গণমাধ্যম বলছে, নিহতরা একই পরিবারের সদস্য।
বিতর্কিত মাদকবিরোধী অভিযান শুরুর পর মেক্সিকোয় ২০০৬ সাল থেকে গ্যাং-সম্পর্কিত হামলা বেড়ে গেছে।
সরকারি তথ্য অনুযায়ী, ২০০৬ সাল থেকে এখন পর্যন্ত মেক্সিকোতে ৩ লাখ ৪০ হাজারের বেশি মানুষ খুন হয়েছে।