নিউজিল্যান্ডে ফাইজারের টিকার পার্শ্বপ্রতিক্রিয়ায় ২৬ বছর বয়সী এক যুবকের মৃত্যু হয়েছে। আজ সোমবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ফাইজারের টিকার প্রথম ডোজ নেওয়ার পর ওই যুবক মায়োকার্ডাইটিসে (হৃদ্যন্ত্রের পেশির বিরল প্রদাহ) আক্রান্ত হন। খবর রয়টার্সের।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ফাইজারের টিকা নেওয়ার পর এ নিয়ে নিউজিল্যান্ডে দুজনের মৃত্যুর ঘটনা ঘটল। এর আগে গত আগস্টে ফাইজারের করোনা টিকা নেওয়ার পর এক নারীর মৃত্যু হয়।
এক বিবৃতিতে নিউজিল্যান্ডের কোভিড-১৯ টিকা নিরাপত্তা নজরদারি বোর্ড বলেছে, এখন পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী ধরে নেওয়া যায় ওই যুবক টিকা দেওয়ার পর মায়োকার্ডাইটিসে আক্রান্ত হয়েছিল। টিকার প্রথম ডোজ নেওয়ার দুই সপ্তাহের মধ্যে ওই যুবকের মৃত্যু হয়। এই দুই সপ্তাহ সময়ের মধ্যে ওই যুবক তাঁর শারীরিক কোনো জটিলতা কিংবা উপসর্গ নিয়ে কোনো ধরনের স্বাস্থ্য পরামর্শ বা চিকিৎসা নেননি।
এই মৃত্যুর বিষয়ে ফাইজারের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করা হয়নি।