করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেস । স্থানীয় সময় শুক্রবার রাতে প্রেসিডেন্ট নিজেই টুইট বার্তায় এই তথ্য নিশ্চিত করেন।
টুইট বার্তায় প্রেসিডেন্ট বলেন, মৃদু জ্বরের সঙ্গে সামান্য মাথাব্যথা রয়েছে। আমি অ্যান্টিজেন টেস্ট করিয়েছি। ফলাফল পজিটিভ এসেছে।
শুক্রবারই ৬২তম জন্মদিন উদযাপন করেছেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট। করোনা পজিটিভ হওয়ার পর থেকে তিনি আইসোলেশনে রয়েছেন।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, আর্জেন্টিনার প্রেসিডেন্ট রাশিয়ার করোনা ভ্যাকসিন স্পুটনিক ৫ নিয়েছিলেন। গত ১১ ফেব্রুয়ারি তিনি ভ্যাকসিনটির দ্বিতীয় ডোজ নেন।
আর্জেন্টিনায় সম্প্রতি করোনার সংক্রমণ নতুন করে বাড়তে শুরু করেছে। দেশটিতে এ পর্যন্ত ২৩ লাখ করোনা রোগী শনাক্ত হয়েছে। এ ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে ৫৫ হাজার মানুষ।