Ajker Patrika
হোম > বিশ্ব

বিড়ালের দুঃখ বোঝার অ্যাপ আনল জাপান

অনলাইন ডেস্ক

বিড়ালের দুঃখ বোঝার অ্যাপ আনল জাপান

জাপানে থাকা বিড়ালগুলোকে ভাগ্যবান বলে মনে করা হয়। কারণ, দেশটিতে পোষা প্রাণী হিসেবে এই প্রাণীটি বেশ জনপ্রিয়। মালিকেরা অনেক আদর-যত্নের পাশাপাশি তাদের পেছনে অনেক খরচও করেন। এবার তাদের দুঃখ বোঝারও উপায় খুঁজতে শুরু করেছে জাপান। 

টোকিওর একটি প্রযুক্তি ফার্ম এবং একটি বিশ্ববিদ্যালয় হাজার হাজার বিড়ালের ছবিতে অভ্যস্ত একটি অ্যাপ তৈরির জন্য এক হয়েছে। আপনার বিড়াল ব্যথা অনুভব করলে অ্যাপটি তা জানিয়ে দিতে সক্ষম। 

অ্যাপটির ডেভেলপার কোম্পানি কেয়ারলজির প্রধান গো সাকিওকা বলেছেন, গত মাসে ‘ক্যাট পেইন ডিটেক্টর’ অ্যাপটি আত্মপ্রকাশ করার পর প্রায় ৪৩ হাজার মানুষ এটি ব্যবহার করেছেন। এসব ব্যবহারকারীর বেশির ভাগই জাপানের। তবে ইউরোপ ও দক্ষিণ আমেরিকার অসংখ্য মানুষও এই অ্যাপটি ব্যবহার করেছেন। 

অ্যাপ তৈরির প্রথম ধাপে ইউনিভার্সিটি অব নিহনের অন্তর্ভুক্ত কলেজ অব বায়োরিসোর্স সায়েন্সেসের সঙ্গে ছয় হাজার বিড়ালের ছবি সংগ্রহ করার জন্য যৌথভাবে কাজ করেছে কেয়ারলজি। এসব ছবির মাধ্যমে গবেষকেরা বিড়ালের কান, নাক, কাঁপুনি এবং চোখের পাতার অবস্থানগুলো যত্নের সঙ্গে অধ্যয়ন করেন। 

পরে তারা সুস্থ বিড়াল এবং অসুস্থতার কারণে ব্যথায় ভুগছে এমন বিড়ালের মধ্যে পার্থক্য পরিমাপ করার জন্য মন্ট্রিল বিশ্ববিদ্যালয় দ্বারা ডিজাইন করা একটি স্কোরিং সিস্টেম ব্যবহার করে। 

এরপর অ্যাপ ডেভেলপাররা একটি এআই শনাক্তকরণ সিস্টেমে তথ্যগুলোকে জড়ো করেন। এর সঙ্গে ব্যবহারকারীদের আপলোড করা প্রায় ছয় লাখ ছবি অ্যাপটির দক্ষতাকে আরও বাড়িয়ে তুলছে। 

এখন অ্যাপটির সঠিক তথ্য দেওয়ার ক্ষমতা ৯০ শতাংশেরও বেশি বলে দাবি করেছেন সাকিওকা। 

জাপান পেট ফুড অ্যাসোসিয়েশনের মতে, ৬০ শতাংশ মালিক তাঁদের বিড়ালকে বছরে একবার পশুচিকিৎসকের কাছে নিয়ে যান। সাকিওকা বলেন, ‘বিড়ালকে পশু হাসপাতালে নিয়ে যেতে হবে কি না মালিককে তা আরও সহজে বুঝতে আমরা সাহায্য করছি।’ 

জাপানে ইতিমধ্যে কিছু পশুচিকিৎসকও ‘ক্যাট পেইন ডিটেক্টর’ ব্যবহার করতে শুরু করেছে।

রেসলিং কোম্পানি ডব্লিউডব্লিউইর সিইও লিন্ডা এখন যুক্তরাষ্ট্রের শিক্ষামন্ত্রী

হামাস নয়, গাজা শাসন করবে ‘আন্তর্জাতিক প্রশাসন’, আরও যা আছে প্রস্তাবে

২০৫০–এর মধ্যে সর্বাধিক মুসলিমের দেশ হবে ভারত: গবেষণা

যুক্তরাষ্ট্রে ১০০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে বিশ্বের বৃহত্তম চিপ নির্মাতা টিএসএমসি

রাশিয়ার ২১০ বিলিয়ন ডলার বাজেয়াপ্ত করার পথে ইউরোপ

রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা শিথিলের উপায় খুঁজছে যুক্তরাষ্ট্র

কানাডা-মেক্সিকোর ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ আজই, নিশ্চিত করলেন ট্রাম্প

ইউক্রেনে সব সামরিক সহায়তা স্থগিত করল যুক্তরাষ্ট্র

ইউরোপে আশ্রয়: আবেদনের তালিকায় বাংলাদেশিদের রেকর্ড

নারী শিক্ষা প্রচারের অভিযোগে আফগান অধিকারকর্মীকে গ্রেপ্তার