Ajker Patrika
হোম > বিশ্ব

ডিজিটাল নোমাড ভিসা: দক্ষদের কানাডায় বসে কাজের সুযোগ বাড়ছে

অনলাইন ডেস্ক

ডিজিটাল নোমাড ভিসা: দক্ষদের কানাডায় বসে কাজের সুযোগ বাড়ছে

দুর্গম কোনো স্থানে বসে বা কর্মস্থল থেকে দূরের কোনো কোম্পানির হয়ে কাজ করার মজাই আলাদা। পৃথিবীর নানা প্রান্তের বিভিন্ন দেশ এখন বিদেশি নাগরিকদের জন্য এমন ভিসার ব্যবস্থা করছে, যারা যেকোনো জায়গা থেকে কাজ করতে পারবে। কোস্টারিকা, উরুগুয়ে, স্পেন, আইসল্যান্ডসহ অনেক দেশেই এখন ডিজিটাল নোমাড ভিসা দিচ্ছে। আর এতে সর্বশেষ সংযোজন হতে পারে উত্তর আমেরিকার দেশ কানাডা। ডিজিটাল নোমাডদের আগ্রহী করে তুলতে ভিসা নীতিতে পরিবর্তন আনার কথা ভাবছে দেশটি।

এবার বরং ডিজিটাল নোমাড ভিসা জিনিসটা কী, আরেকটু পরিষ্কারভাবে জেনে নেওয়া যাক। এই ভিসায় আপনি কর্মস্থল থেকে অনেক দূরের কোনো জায়গায় বসে প্রযুক্তির সাহায্যে কোনো দেশের হয়ে কাজ করতে পারবেন। পাশাপাশি প্রচুর বৈদেশিক মুদ্রা আয় করতে পারবেন। অনেক দেশই এভাবে দীর্ঘ সময় কাজ করার জন্য ভিসা দিচ্ছে।

আর সর্বশেষ যে দেশটি এমন ডিজিটাল নোমাড ভিসা দেওয়ার কথা ভাবছে, সেটা কানাডা। নিজেদের দক্ষ লোকের যে ঘাটতি আছে, সেটা তারা কাটাতে চাইছে বিদেশি কোম্পানির জন্য কাজ করে এমন মানুষদের দিয়ে। বিশেষ করে প্রযুক্তি খাতের কর্মীরাই দেশটির লক্ষ্য।

কানাডার নতুন এই পরিকল্পনার বিস্তারিত এখনো জানায়নি দেশটির সরকার। তবে এ ক্ষেত্রে এটা জানিয়ে রাখা উচিত, কানাডার ভিসা নীতি এমনিতেও ডিজিটাল নোমাডদের জন্য বেশ উপযোগী। এমনকি ভিজিটর ভিসা নিয়েও ডিজিটাল নোমাডরা ছয় মাস পর্যন্ত কাজ করতে পারেন এখানে।

দ্য ইমিগ্রেশন রিফিউজিজ অ্যান্ড সিটিজেনশিপ কানাডার (আইআরসিসি) এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আমরা আশা করছি যেসব ডিজিটাল নোমাড কানাডায় প্রবেশ করছেন কর্মস্থল থেকে দূরে থেকে কাজ করার জন্য, তারা কানাডার প্রতিষ্ঠানগুলো থেকে চাকরি করার কথা ভাববেন। যখন কানাডার কোনো কোম্পানি থেকে চাকরির প্রস্তাব পাবেন, নিজেদের দক্ষতা কাজে লাগাতে পারবেন, সাময়িক ওয়র্ক পারমিট কিংবা স্থায়ী বসবাসের জন্য আবেদন করে।

আরসিসির একজন মুখপাত্র জানান, বিভিন্ন প্রাদেশিক ও আঞ্চলিক সরকার এবং সংশ্লিষ্টদের সঙ্গে ছয় মাসের বেশি থাকতে দেওয়াটা উপকারী হবে কি না এবং কী ধরনের প্রক্রিয়া অনুসরণ করতে হবে, সে ব্যাপারে ইতিমধ্যে আলাপ শুরু হয়েছে।

কাজেই আপনি রকি পর্বতমালার দুর্গম কোনো জায়গায় বসে কাজ করতে চান অথবা মন্ট্রিল, ভ্যাঙ্কুবার কিংবা টরন্টোর মতো ব্যস্ত শহরে—অপেক্ষা করছেন কেন? কানাডার ডিজিটাল নোমাড ভিসার ব্যাপারে আরও বেশি করে জানতে পারবেন দেশটির সরকারি ওয়েবসাইটে। 

সূত্র: বিজনেস ইনসাইডার, টাইম আউট ডট কম

যার রক্ত ২৪ লাখ শিশুর জীবন বাঁচিয়েছে, তিনি আর নেই

রাজনীতিকদের ওপর নজরদারি করতে গিয়ে নারী কেলেঙ্কারিতে জড়িয়েছে ব্রিটিশ পুলিশ

ইহুদিদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছেন জেলেনস্কি: রুশ পররাষ্ট্রমন্ত্রী

গাজা পুনর্গঠনে জরুরি বৈঠকে বসছে আরব দেশগুলো

ইউরোপে রাশিয়ার নর্ড স্ট্রিম-২ পাইপলাইন চালু করতে যুক্তরাষ্ট্রের দূতিয়ালি

পরমাণু শক্তিধর হতে চেয়েছিল তাইওয়ান, সিআইএ এজেন্টের বিশ্বাসঘাতকতায় স্বপ্নভঙ্গ

ট্রাম্পের হুমকির পর কানাডার সার্বভৌমত্ব রক্ষায় রাজা চার্লসের সঙ্গে বৈঠকে ট্রুডো

যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরতা কমাবে ইউরোপ, ব্যয় বাড়াবে প্রতিরক্ষায়

গাজাবাসীদের মিসরের সিনাইয়ে পাঠানোর প্রস্তাব ইসরায়েলি আইনপ্রণেতার

রাখাইনে জান্তার শেষ বড় নৌঘাঁটিতে আরাকান আর্মির হামলা