হোম > বিশ্ব

এল সালভাদরে স্টেডিয়ামে পদদলিত হয়ে নিহত ১২

অনলাইন ডেস্ক

এল সালভাদরের রাজধানী সান সালভাদরের একটি ফুটবল স্টেডিয়ামে পদদলিত হয়ে ১২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৯০ জন। কাসকাটলান নামের ওই স্টেডিয়ামে স্থানীয় দল আলিয়াঞ্জা ও সান্তা আনা-ভিত্তিক দল ফাসের মধ্যে ফুটবল ম্যাচ চলাকালে এ দুর্ঘটনা ঘটে। পরে ম্যাচটি স্থগিত করা হয়। 

আজ রোববার কর্তৃপক্ষের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি। 

পুলিশের বরাতে বিবিসি জানায়, স্টেডিয়ামে প্রবেশের দরজা বন্ধ হওয়ার পর অসংখ্য সমর্থক ভেতরে প্রবেশের চেষ্টা করেন। এ সময় পদদলনে প্রাণহানির ঘটনা ঘটে। কর্তৃপক্ষের ধারণা, এ দুর্ঘটনার আগে জাল টিকিট বিক্রি করেছিলেন কিছু ব্যক্তি। এ বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। 

ঘটনাটিকে নজিরবিহীন উল্লেখ করে দেশটির প্রেসিডেন্ট নায়েব বুকেল টুইটার বার্তায় বলেন, সংশ্লিষ্ট দল, ম্যানেজার, স্টেডিয়াম কর্মকর্তা, লিগ, ফেডারেশনসহ সবাইকে তদন্তের আওতায় আনা হবে। অপরাধী যে-ই হোক না কেন, শাস্তির আওতায় আনা হবে। 

স্থানীয় সংবাদমাধ্যমের ভিডিও ফুটেজে ব্যারিকেড সরিয়ে সমর্থকদের স্টেডিয়ামে প্রবেশ করতে দেখা যায়। 

দেশটির স্বাস্থ্যমন্ত্রী ফ্রান্সিসকো আলাবি বলেন, আহতদের অবস্থা স্থিতিশীল। হাসপাতাল থেকে আর কেউ মারা গেছেন বলে খবর আসেনি। 

এর আগে গত বছরের ১ অক্টোবর ইন্দোনেশিয়ার পূর্ব জাভা অঞ্চলের মালাং শহরে ফুটবল মাঠে সংঘর্ষ ও পদদলনে অন্তত ১২৫ জন প্রাণ হারান। যেই ঘটনাটি পুরো বিশ্বকে নাড়িয়ে দেয়। ইতিহাসে ফুটবল মাঠে আরও বেশ কিছু দুর্ঘটনার উদাহরণ রয়েছে। ফুটবল মাঠে সবচেয়ে বড় দুর্ঘটনাটি ঘটে পেরুতে ১৯৬৪ সালের ২৪ মে। এতে পদদলিত হয়ে ৩২০ জন নিহত ও ১ হাজারের বেশি মানুষ আহত হন।

গাজার রাফাহ থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার শুরু

নাইজেরিয়ায় পেট্রলবাহী ট্যাংকার বিস্ফোরণে ৭৭ জন নিহত

সাইফকে ছুরিকাঘাতের ঘটনায় গ্রেপ্তার যুবক বাংলাদেশি, দাবি মুম্বাই পুলিশের

‘ডিপ স্টেট’ ভেঙে মার্কিন প্রশাসনের পূর্ণ নিয়ন্ত্রণের জন্য যে পরিকল্পনা সাজালেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রে বন্ধ টিকটক, নিষেধাজ্ঞা থেকে ৯০ দিনের অব্যাহতি দেওয়ার ইঙ্গিত ট্রাম্পের

যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে বড় অভিযান শিগগির

মনু নদীর পাশে ‘বাঁধ দিচ্ছে বাংলাদেশ’, বন্যার আতঙ্কে ত্রিপুরা

যুদ্ধবিরতি চুক্তির পরও গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত, নিহত বেড়ে ৪৭ হাজার

গাজা যুদ্ধবিরতি শুরু কয়েক ঘণ্টা পর, যা ঘটবে প্রথম ধাপে

গাজায় যুদ্ধবিরতি বাস্তবায়ন নিয়ে জটিলতা

সেকশন