হোম > বিশ্ব

‘পাখি মুক্ত হলো’, টুইটার কিনে মাস্কের টুইট

বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ইলন মাস্ক ৪৪ বিলিয়ন ডলারের বিনিময়ে অন্যতম জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম টুইটার কিনে নিয়েছেন তা এখন পুরোনো খবর। নতুন খবর হলো চুক্তি সমাপ্ত হওয়ার পরপরই মাস্ক তাঁর টুইটার অ্যাকাউন্টে লিখেছেন, ‘পাখি মুক্ত হলো’। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, মূলত পাখির মতো দেখতে টুইটারের লোগোকে ইঙ্গিত করেই ইলন মাস্ক এই টুইট করেছেন। এবং অর্থ হতে পারে—তিনি টুইটার কেনার আগে টুইটার বেশ কিছু প্রতিবন্ধকতার মধ্য দিয়ে যাচ্ছিল, তবে এখন তিনি টুইটার কিনে নেওয়ায় টুইটার মুক্তি লাভ করেছে।

এর আগে, টুইটার কেনার আলাপ শুরুর দিকেই চলতি বছরের এপ্রিলে মাস্ক জানিয়েছিলেন—তিনি কীভাবে টুইটারের খোলনলচে বদলে দিতে চান। তিনি শক্তিশালী গণতন্ত্রের জন্য মত প্রকাশের স্বাধীনতার যে বিকল্প নেই সেটি বারবার উল্লেখ করে সে ক্ষেত্রে টুইটার সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মত দিয়ে এসেছেন। টুইটারে মিথ্যা ও ভুয়া তথ্যের বিস্তার প্রতিরোধে টুইটারকে আরও স্বচ্ছ ও নিরাপদ করতে ইলন মাস্ক নিজের অবস্থান ব্যক্ত করেছেন। তবে আসলে কোন ধরনের ব্যবস্থা তিনি নেবেন তা এখনো পরিষ্কার নয়। 

উল্লেখ্য, ৪৪ বিলিয়ন ডলারের চুক্তিতেই টুইটার কিনেছেন টেসলা ও স্পেসএক্সের প্রধান ইলন মাস্ক। চুক্তির সঙ্গে সম্পৃক্ত একটি সূত্রের বরাত দিয়ে মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএন জানিয়েছে, টুইটারের মালিকানা গ্রহণ করার পর প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী পরাগ আগারওয়াল ছাড়াও আরও কয়েকজন কর্মকর্তাকে ছাঁটাই করেছেন ইলন মাস্ক।

রাশিয়াকে পশ্চিম সম্মান করলে আর যুদ্ধ হবে না: পুতিন

জানুয়ারিতে আন্তর্জাতিক বিচার আদালতে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার শুনানি

বাংলাদেশ প্রসঙ্গে বাজপেয়ির ‘সেই বক্তব্য’ সামনে আনলেন শশী থারুর

ভারতে তেল দিয়ে ফেরার পথে বিধ্বস্ত রুশ জাহাজ—প্রতিশোধের হুমকি পুতিনের

ভারতে তেল দিয়ে ফেরার পথে রুশ জাহাজে আঘাত হানল ইউক্রেন

আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের সামনে বিক্ষোভ

ভারতীয়দের বিরুদ্ধে এইচ-১বি ভিসায় ব্যাপক জালিয়াতি ও ঘুষের অভিযোগ

শান্তিতে মাচাদোর নোবেল পাওয়ার বিরুদ্ধে জুলিয়ান অ্যাসাঞ্জের মামলা

দেশের টাকমাথার লোকদের বাঁচানোর লড়াইয়ে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট

‘মান বাঁচাতে’ ইউক্রেনকে ১০৫ বিলিয়ন ডলার ঋণ দিচ্ছে ইইউ