Ajker Patrika
হোম > বিশ্ব

মার্কিন রকস্টার রাশিয়ায় আটক

অনলাইন ডেস্ক

মার্কিন রকস্টার রাশিয়ায় আটক

রকস্টার ট্র্যাভিস লিক শুধু একটি ব্যান্ডদলই চালাতেন না, মার্কিন বাহিনীতে একসময় তিনি প্যারাট্রুপার হিসেবেও দায়িত্ব পালন করেছেন। এবার মাদক চোরাচালানের অভিযোগে তাঁকে গ্রেপ্তার করেছে রুশ কর্তৃপক্ষ। 

রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে মিররের প্রতিবেদনে বলা হয়েছে, ৫১ বছর বয়সী ট্র্যাভিস এক দশকেরও বেশি সময় ধরে রাশিয়ায় অবস্থান করছিলেন। দুই মাস ধরে তাঁকে আটক করে রাখা হয়েছে। অভিযোগ উঠেছে, বিপুল পরিমাণে মাদক উৎপাদন, বিক্রি ও বহনের সঙ্গে তিনি জড়িত। 

জানা গেছে, রাশিয়ার বেশ কয়েকটি রক ব্যান্ডের সঙ্গে গায়ক এবং প্রযোজক হিসেবে কাজ করেছেন ট্র্যাভিস। বর্তমানে ‘লোভি নোচ’ নামে একটি ব্যান্ডের সঙ্গে কাজ করছিলেন। বিচারে দোষী সাব্যস্ত হলে তাঁর ২০ বছরের জেল হতে পারে। 

পশ্চিমা গণমাধ্যমগুলোর অভিযোগ, ইউক্রেন যুদ্ধের শুরু থেকেই বিভিন্ন অভিযোগে বিদেশি—বিশেষ করে আমেরিকানদের গ্রেপ্তার করছে রুশ কর্তৃপক্ষ। আমেরিকা ও ইউরোপে বিভিন্ন অভিযোগে বন্দী থাকা রুশ নাগরিকদের মুক্তির জন্য সাধারণত এ ধরনের পদক্ষেপ গ্রহণ করে মস্কো। 

ট্র্যাভিসের বিষয়ে রুশ গণমাধ্যমে বলা হয়েছে, তাঁর বিরুদ্ধে পুলিশের কাছে মাদক সরবরাহের অভিযোগ দিয়েছিলেন এক নারী। পরে ম্যাফেড্রোন নামে একটি মাদকের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ ওঠে মার্কিন ওই গায়কের বিরুদ্ধে। ম্যাফেড্রোন সেবন করলে কোকেনের মতো অনুভূতি হয়। 

মার্কিন গণমাধ্যমগুলো জানিয়েছে, ২০১০ সাল থেকে রাশিয়ার মস্কোতে অবস্থান করছিলেন ট্র্যাভিস। এর আগে মার্কিন প্যারাট্রুপার হিসেবে ইরাক যুদ্ধে অংশ নিয়েছিলেন তিনি। ২০১৪ সালে আন্দোলনের সময় কিছুদিনের জন্য ইউক্রেনেও ছিলেন। তার সঙ্গে ভ্যালেরিয়া নামে এক রুশ নারীকেও আটক করা হয়েছে। 

রুশ কর্তৃপক্ষ জানিয়েছে, কয়েক দিন আগেই মস্কোর যে বাড়িতে ট্র্যাভিস থাকতেন সেখানে তল্লাশি চালিয়ে সন্দেহজনক বস্তু পাওয়া গেছে। শুরুতে অস্বীকার করলেও পরে তদন্তকারীদের কাছে ট্র্যাভিস স্বীকার করেছেন যে তিনি রাশিয়ায় ম্যাফেড্রোনের একটি বাজার তৈরি করতে চেয়েছিলেন। এটি মূলত তরুণ—বিশেষ করে নারীদের মাঝে সরবরাহ করা হতো। 

এর আগে সম্প্রতি ইভান গেরশকোভিচ নামে মার্কিন এক সাংবাদিককেও গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক করেছিল রুশ কর্তৃপক্ষ।

নারী শিক্ষা প্রচারের অভিযোগে আফগান অধিকারকর্মীকে গ্রেপ্তার

জার্মানিতে ‘নগ্ন সৈকতে’ পোশাক পরা ব্যক্তিদের নিষিদ্ধ ঘোষণা

ইউক্রেন সবচেয়ে বড় পরীক্ষা, শান্তিতে নেতৃত্ব দেবে যুক্তরাজ্য: ব্রিটিশ সংসদে স্টারমার

‘ক্রিপটো রিজার্ভ’ গড়বে যুক্তরাষ্ট্র, ঘোষণামাত্রই আকাশে উড়ছে এই মুদ্রার বাজার

সংযুক্ত আরব আমিরাতে ভারতীয় নারীর মৃত্যুদণ্ড কার্যকর

যার রক্ত ২৪ লাখ শিশুর জীবন বাঁচিয়েছে, তিনি আর নেই

রাজনীতিকদের ওপর নজরদারি করতে গিয়ে নারী কেলেঙ্কারিতে জড়িয়েছে ব্রিটিশ পুলিশ

ইহুদিদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছেন জেলেনস্কি: রুশ পররাষ্ট্রমন্ত্রী

গাজা পুনর্গঠনে জরুরি বৈঠকে বসছে আরব দেশগুলো

ইউরোপে রাশিয়ার নর্ড স্ট্রিম-২ পাইপলাইন চালু করতে যুক্তরাষ্ট্রের দূতিয়ালি