করোনাভাইরাসের সংক্রমণ বিস্তার রোধে লকডাউন ঘোষণা করায় ব্রাজিলের আরাকুয়ারা শহরের মেয়রকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। এমনটি জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
ব্রাজিলের করোনা পরিস্থিতি ক্রমশই অবনতি হচ্ছে। করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় দেশটির প্রধান শহরগুলোতেও স্বাস্থ্যব্যবস্থা প্রায় ভেঙে পড়েছে। হাসপাতালগুলোতে ধারণক্ষমতার অতিরিক্ত রোগীর ভিড়। কিছু কিছু এলাকায় চিকিৎসার অভাবে মারা যাচ্ছেন করোনা রোগী।
পরিস্থিতি সামাল দিতে গত ফেব্রুয়ারিতে ১০ দিনের লকডাউন জারি করেন সাও পাওলো রাজ্যের শিল্পাঞ্চলীয় শহর আরাকুয়ারার মেয়র এদিনহো সিলভা। এরপরই তাকে হত্যার হুমকি দেওয়া হয়।
এ নিয়ে টেলিফোনে এক সাক্ষাৎকারে মেয়র আল জাজিরাকে বলেন, এটা অস্বীকার করার উপায় নেই যে লকডাউন একটি কষ্টদায়ক পদক্ষেপ এবং এটি মেনে নেওয়া কঠিন। তবে এটি ভালো ফল দেয়।
হত্যার হুমকিতে ভীত নন জানিয়ে মেয়র এদিনহো আরও বলেন, ব্রাজিল একটি কঠিন সময় পার করছে। এখানে ঘৃণা, সংঘাত ও লোকজনকে অস্ত্র হাতে তুলে নেওয়ার জন্য উৎসাহ দেওয়া হয়।
ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দেশটিতে এ পর্যন্ত ১ কোটি ৩০ লাখ রোগী শনাক্ত হয়েছে। শুধু গত মাসেই ৬৬ হাজার ৫৭০ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।