২০২২ সালে করোনাকে পরাজিত করা যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান ড. তেদরোস আধানোম গেব্রেয়াসুস। ইংরেজি নববর্ষ উপলক্ষে দেওয়া একটি বিবৃতিতে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন।
বিবৃতিতে সংকীর্ণ জাতীয়তাবাদ ও ভ্যাকসিন মজুদ নিয়ে সতর্ক করেন গেব্রেয়াসুস।
বিবৃতিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান ড. তেদরোস আধানোম গেব্রেয়াসুস বলেন, আমরা যদি টিকা বৈষম্যের অবসান ঘটাতে পারি তাহলে আমরা মহামারির শেষ করতে পারবো।
করোনা সংক্রমণের দুই বছর পর প্রথম বারের মতো এমন আশাবাদ ব্যক্ত করলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান। বিশ্বে এ পর্যন্ত ২৮ কোটি ৭০ লাখ করোনা রোগী শনাক্ত করা হয়েছে। এ পর্যন্ত পুরো বিশ্বে করোনায় মারা গেছেন ৫৫ লাখ মানুষ।
করোনার সংক্রমণের কারণে বিশ্বজুড়ে ভিড় জমায়েতকে নিরুৎসাহিত করা হয়েছে।