Ajker Patrika
হোম > বিশ্ব

২০ দিনে দুবার করোনায় আক্রান্ত হলেন তিনি

অনলাইন ডেস্ক

২০ দিনে দুবার করোনায় আক্রান্ত হলেন তিনি

২০ দিনের মধ্যে দুবার করোনায় আক্রান্ত হয়েছেন স্পেনের ৩১ বছর বয়সী এক স্বাস্থ্যকর্মী। এটি সবচেয়ে কম সময়ের মধ্যে পুনরায় আক্রান্ত হওয়ার ঘটনা বলে দাবি করেছেন স্প্যানিশ গবেষকেরা। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।

পরীক্ষায় দেখা গেছে, ওই স্বাস্থ্যকর্মী করোনার আলাদা দুটি ধরনে আক্রান্ত হয়েছিলেন। গত বছরের ডিসেম্বরের শেষের দিকে তিনি ডেলটায় এবং জানুয়ারিতে ওমিক্রনে আক্রান্ত হন। 

গবেষকেরা বলছেন, এটি দেখায় যে আপনি আগে করোনায় সংক্রমিত হয়ে এবং সম্পূর্ণ ডোজ টিকা নিয়ে আবারও আক্রান্ত হতে পারেন। 

স্পেনের ওই স্বাস্থ্যকর্মীর প্রথম পিসিআর পরীক্ষায় পজিটিভ ফল এলেও কোনো উপসর্গ দেখা দেয়নি। তবে তিন সপ্তাহেরও কম সময় পরে তাঁর কাশি ও জ্বর দেখা দেয়। পরে ওই স্বাস্থ্যকর্মী আবারও পরীক্ষা করান। পরে আরও পরীক্ষা-নিরীক্ষা চালিয়ে দেখা যায়, ওই স্বাস্থ্যকর্মী করোনার ভিন্ন দুটি ধরনে আক্রান্ত হয়েছেন। 

এই গবেষণা উপস্থাপনের সময় ইউরোপিয়ান কংগ্রেস অব ক্লিনিক্যাল মাইক্রোবায়োলজি অ্যান্ড ইনফেকশিয়াস ডিজিজেসের গবেষক ড. জেমা রেসিও বলেন, এ ঘটনা থেকে বোঝা যায় ওমিক্রন প্রাকৃতিক বা ভ্যাকসিন থেকে অর্জিত রোগ প্রতিরোধক্ষমতা এড়িয়ে যেতে পারে। যারা একবার করোনায় আক্রান্ত হয়েছেন, তারা পুনরায় সংক্রমিত হবে না এমন ধারণা করা যাবে না।

ট্রাম্পের শুল্কনীতিতে চটেছে কানাডা-মেক্সিকো, মার্কিন পণ্য বর্জন ও পাল্টা কর আরোপের সিদ্ধান্ত

ইউরোপে উগ্র ডানপন্থার জোয়ারে ভাসছে মাস্ক, মাশুল গুনছে টেসলা

অভিনেতা জিন হ্যাকম্যান দম্পতির মৃত্যুতে প্রতিবেশীদের চাঞ্চল্যকর স্বীকারোক্তি

জেলেনস্কি ‘অনুতপ্ত’, ট্রাম্পের শক্তিশালী নেতৃত্বে কাজ করতে প্রস্তুত

সার্বিয়ায় দুর্নীতির বিরুদ্ধে বিক্ষোভ: পার্লামেন্টে স্মোক গ্রেনেড ও টিয়ার শেল ছুড়ল বিরোধীরা

ট্রাম্পের শুরু করা বাণিজ্যযুদ্ধের ‘শেষ দেখে ছাড়বে’ চীন

কাউকে ‘পাকিস্তানি’ বলা অপরাধ নয়: ভারতের সুপ্রিম কোর্ট

দেশ হিসেবে ভারতের কথা জানেনই না কোরিয়ান ট্যাক্সিচালক!

নারীর ঊরুতে দেবতার ট্যাটু, ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ ভারতে

সুদানে এক বছর বয়সী শিশুদেরকেও ধর্ষণ করছে সশস্ত্র সেনারা: ইউনিসেফ