হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

অ্যান্টার্কটিকায় একটি গবেষক দলের মধ্যে মারামারি

অনলাইন ডেস্ক

অ্যান্টার্কটিকা মহাদেশে গবেষণারত একটি দল। ছবি: সংগৃহীত

দক্ষিণ মেরুর একটি বিচ্ছিন্ন গবেষণা কেন্দ্রে কর্মরত একদল বিজ্ঞানী বিপদের মুখে পড়েছেন। দক্ষিণ আফ্রিকার একটি গবেষণা স্টেশনে প্রায় ১০ মাস ধরে অবস্থান করছে ১০ জনের ওই দলটি।

দক্ষিণ আফ্রিকার ‘দ্য টাইমস’ পত্রিকার বরাত দিয়ে সোমবার মার্কিন গণমাধ্যম দ্য পিপল জানিয়েছে, অ্যান্টার্কটিকায় অবস্থান করা ওই গবেষক দলের একজন ই-মেইলের মাধ্যমে এক সহকর্মীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন। তিনি জানিয়েছেন, ওই সহকর্মী শারীরিক ও যৌন নির্যাতন চালাচ্ছেন এবং হত্যার হুমকি দিচ্ছেন।

অভিযোগকারী তার বার্তায় উল্লেখ করেছেন—‘তার আচরণ ক্রমেই ভয়ংকর হয়ে উঠছে। আমি তার উপস্থিতিতে নিরাপদ বোধ করছি না। অবিলম্বে ব্যবস্থা নেওয়া জরুরি।’

তিনি আরও জানান, অভিযুক্ত ব্যক্তি অপর এক সদস্যকে মারধর করেছেন এবং হত্যার হুমকি দিয়েছেন।

গবেষণা স্টেশনটি দক্ষিণ আফ্রিকার কেপ টাউন থেকে প্রায় ২ হাজার ৪৮৫ মাইল দূরে অবস্থিত। সেখানে পৌঁছাতে ১০ থেকে ১৫ দিন সময় লাগে। ফলে জরুরি পরিস্থিতিতে সহায়তা পাওয়া অত্যন্ত কঠিন।

এ অবস্থায় দক্ষিণ আফ্রিকার বন, মৎস্য ও পরিবেশ বিভাগ অভিযোগের বিষয়ে তদন্ত শুরু করেছে। সংস্থাটির মুখপাত্র পিটার মবেলেংওয়া বলেছেন, ‘আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিষয়টি দেখছি এবং সংশ্লিষ্ট সবাইকে নিয়ে আলোচনার মাধ্যমে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছি।’

বিশেষজ্ঞরা মনে করেন, অ্যান্টার্কটিকার চরম পরিবেশ ও দীর্ঘ বিচ্ছিন্নতা মানসিক চাপ বাড়িয়ে তোলে। এটি সংঘাতের কারণ হতে পারে। ২০২৪ সালে দক্ষিণ মেরুর দিকে ৭০০ মাইল স্কিইং অভিযান সম্পন্ন করেছিলেন অভিযাত্রী অ্যালান চেম্বার্স। তিনি বলেন, ‘এটি একটি অত্যন্ত নিঃসঙ্গ জায়গা। সেখানে কোনো রং বা স্বাভাবিক পরিবেশ নেই। তাই ছোটখাটো ব্যাপারও সেখানে অনেক বড় হয়ে দেখা দেয়।’

এর আগে ২০১৮ সালেও মারিয়ন দ্বীপের একটি স্টেশন থেকে এক ব্যক্তি কুঠার হাতে তাণ্ডব চালালে তাঁকে সরিয়ে নেওয়া হয়েছিল।

স্ট্যাচু অব লিবার্টি ফেরত চাইলেন ফরাসি আইনপ্রণেতা, একহাত নিল হোয়াইট হাউস

আওরঙ্গজেবের সমাধি নিয়ে উত্তপ্ত নাগপুর, অনির্দিষ্টকালের কারফিউ জারি

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে বাংলাদেশের সঙ্গে সক্রিয় যোগাযোগের পরামর্শ সংসদীয় কমিটির

পেরুতে আইনশৃঙ্খলার ব্যাপক অবনতি, জরুরি অবস্থা জারি

ইসরায়েলি হামলায় ফের নরকের দরজা খুলল গাজায়, প্রাণহানি বেড়ে ৩৪২

চাকরি ছাড়তে চান ২৫ শতাংশ তরুণ কর্মী

কেনেডি হত্যাকাণ্ডের ৮০ হাজার পৃষ্ঠার নথি প্রকাশ করছেন ট্রাম্প

তসলিমা নাসরিনের জন্য সংসদে সুপারিশ করলেন বিজেপি এমপি

বাংলাদেশের হিন্দুদের নিয়ে প্রশ্ন এড়িয়ে গেলেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র

গাজায় নিহত ২৩২, স্থল অভিযানে যাচ্ছে ইসরায়েল, জাতিসংঘের জরুরি বৈঠক কাল