হোম > বিশ্ব

হামলার পর নিউজিল্যান্ডের সুপারমার্কেটগুলো থেকে সরানো হলো ছুরি 

নিউজিল্যান্ডের অকল্যান্ডে গতকাল শুক্রবার কাউন্টডাউন গ্রুপের একটি সুপারমার্কেটে ছুরি হামলা চালানো হয়। ওই হামলার পর গ্রুপটি তাদের সব সুপারমার্কেট থেকে ছুরি এবং কাঁচি সরিয়ে ফেলেছে। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, শুধু কাউন্টডাউন নয় নিউজিল্যান্ডের সব সুপারমার্কেট থেকেই সরিয়ে ফেলা হয়েছে ছুরি-কাঁচি। 

গতকালে নিউজিল্যান্ডের অকল্যান্ডের নিউ লিন শহরতলির একটি সুপারমার্কেটে ছুরি হামলা চালানো হয়। ওই হামলায় ছয়জন আহত হয় এবং হামলাকারী পুলিশের গুলিতে নিহত হন। নিউজিল্যান্ড সরকারের পক্ষ থেকে বলা হয়, জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) আদর্শে অনুপ্রাণিত হয়ে হামলা চালায় হামলাকারী 

কাউন্টডাউনের নিরাপত্তা বিভাগের জেনারেল ম্যানেজার কিরি হ্যানিফিন বলেন, গত রাতে, আমরা সিদ্ধান্ত নেই যে আমাদের তাকগুলো থেকে সব ছুরি এবং কাঁচি সরিয়ে ফেলব। তবে বিক্রি অব্যাহত রাখবো কি-না তা নিয়ে ভাবা হচ্ছে। 

নিউজিল্যান্ড পুলিশ জানিয়েছে, হামলা শুরু কয়েক মিনিট পরই হামলাকারীকে গুলি করা হয়। হামলায় আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। 

করোনার সংক্রমণ ঠেকাতে অকল্যান্ডে লকডাউন চলছে। গত মেতেও নিউজিল্যান্ডের ডুনেডিনে একটি সুপারমার্কেট হামলা চালানো হয়েছিল। ওই হামলার চারজন আহত হন। 

২০১৯ সালের মার্চে নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদে হামলা চালায় একজন শ্বেতাঙ্গ আধিপত্যবাদী বন্দুকধারী। ওই হামলায় ৫১ মুসল্লি নিহত হন এবং আহত হন ৪০ জন। 

আসামে মধ্যরাতে ট্রেনের ধাক্কায় ৭ হাতির মৃত্যু, রক্ষা পেলেন যাত্রীরা

রাশিয়াকে পশ্চিম সম্মান করলে আর যুদ্ধ হবে না: পুতিন

জানুয়ারিতে আন্তর্জাতিক বিচার আদালতে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার শুনানি

বাংলাদেশ প্রসঙ্গে বাজপেয়ির ‘সেই বক্তব্য’ সামনে আনলেন শশী থারুর

ভারতে তেল দিয়ে ফেরার পথে বিধ্বস্ত রুশ জাহাজ—প্রতিশোধের হুমকি পুতিনের

ভারতে তেল দিয়ে ফেরার পথে রুশ জাহাজে আঘাত হানল ইউক্রেন

আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের সামনে বিক্ষোভ

ভারতীয়দের বিরুদ্ধে এইচ-১বি ভিসায় ব্যাপক জালিয়াতি ও ঘুষের অভিযোগ

শান্তিতে মাচাদোর নোবেল পাওয়ার বিরুদ্ধে জুলিয়ান অ্যাসাঞ্জের মামলা

দেশের টাকমাথার লোকদের বাঁচানোর লড়াইয়ে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট