অনলাইন ডেস্ক
মেক্সিকো উপসাগরে সমুদ্রের মাঝখানে দাউ দাউ করে জ্বলছিল আগুন। পাঁচ ঘণ্টার বেশি চেষ্টার পর নিয়ন্ত্রণে আসে। স্থানীয় সময় শুক্রবার ইউকাটান উপদ্বীপ এলাকার কাছেই এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
মেক্সিকোর জাতীয় তেল উত্তোলন সংস্থা পেমেক্স জানিয়েছে, সমুদ্রের নিচে থাকা পাইপলাইনের গ্যাস লিক করাতেই লেগেছিল এই আগুন।
সংস্থাটি জানিয়েছে, সমুদ্রের তলায় থাকা পাইপলাইন সে দেশের দুটি গুরুত্বপূর্ণ কেন্দ্রের সংযোগ করে।
কেন এই আগুন লাগল তা নিয়ে তদন্ত করা হবে বলে জানিয়েছে পেমেক্স কর্তৃপক্ষ।