হোম > বিশ্ব > ইউরোপ

এক ইউরোতে বাড়ি বিক্রির নতুন ঘোষণা দিল ইতালির পেন্নে শহর

অনলাইন ডেস্ক

ইতালির পেন্নে শহর। ছবি: সিএনএন

ইতালিতে মাত্র এক ইউরো দিয়ে বাড়ি কেনার সুযোগ এখনো শেষ হয়নি! এবার এক ইউরোতে বাড়ি বিক্রির ঘোষণা দিয়েছে দেশটির পেন্নে নামে আরও একটি শহর। এবারের বিশেষ আকর্ষণ হলো—সেখানে বাড়ি কিনতে চাইলে কোনো জামানত দিতে হবে না, শুধু সংস্কারের প্রতিশ্রুতি দিলেই হবে।

ইতালির আব্রুজ্জো অঞ্চলের এই শহরটি মূলত আদ্রিয়াটিক সমুদ্র ও গ্রান সাসো পাহাড়ের মাঝামাঝি অবস্থিত। জন শূন্যতা ঠেকাতে ২০২২ সালে ইতালির অন্যান্য শহরের মতো এখানেও এক ইউরোতে বাড়ি বিক্রির কর্মসূচি শুরু হয়েছিল। কিন্তু সব মিলিয়ে শহরটির মাত্র ছয়টি বাড়ি বিক্রি হয়েছিল সেখানে। এগুলোর বেশির ভাগই কিনেছেন ইতালির নাগরিকেরাই।

শহরটির মেয়র গিলবার্তো পেত্রুচ্চি জানিয়েছেন, শিগগিরই আরও কয়েকটি বাড়ি বিক্রির জন্য উন্মুক্ত করা হবে এবং ভবিষ্যতে ৪০ টির বেশি পরিত্যক্ত ভবন নতুন মালিকের জন্য প্রস্তুত করা হতে পারে।

পেন্নের ঐতিহাসিক কেন্দ্র অনেক পুরোনো স্থাপত্যের নিদর্শন বহন করে। বেশ কিছু ভবন মধ্যযুগ ও রেনেসাঁ যুগের। কিছু আবার ১৯০০ সালের শুরুর দিকে নির্মিত। বাড়িগুলো সাধারণত তিনতলা বিশিষ্ট এবং ৭৫০ থেকে ১ হাজার ৩০০ বর্গফুট আয়তনের।

মেয়র পেত্রুচ্চি বলেন, ‘আমার শহরের এই পুরোনো অংশকে ধ্বংস হতে দিতে পারি না। এটি আমার কাছে এক গভীর ক্ষতের মতো।’

বেশির ভাগ এক ইউরোর বাড়ি বিক্রির প্রকল্পে ২ থেকে ৫ হাজার ইউরো পর্যন্ত জামানত জমা দিতে হয়। তবে সংস্কার শেষ হলেই এই অর্থ আবার ফেরত দেওয়া হয়। কিন্তু পেন্নে এই নিয়ম শিথিল করেছে। এখানে ক্রেতাকে কেবল তিন বছরের মধ্যে বাড়ি সংস্কারের প্রতিশ্রুতি দিতে হবে। কোনো অগ্রিম টাকা লাগবে না।

এ ছাড়া একটি বিশেষ সংস্থা ক্রেতাদের সংস্কার কাজে সহযোগিতা করবে। তারা স্থপতি, নির্মাণকর্মী ও পরিদর্শক খুঁজে দিতে সাহায্য করবে এবং ডিজিটাল রেন্ডারিং দেখিয়ে বুঝিয়ে দেবে, সংস্কার শেষে বাড়িটি কেমন হবে।

এ বিষয়ে এক প্রতিবেদনে সোমবার সিএনএন জানিয়েছে, একটি ছোট থেকে মাঝারি আকারের বাড়ি মেরামতের প্রাথমিক খরচ ২০ হাজার ইউরোর মতো হতে পারে। যদি কোনো বাড়ির জন্য একাধিক ক্রেতা আগ্রহী হন, তাহলে যিনি সবচেয়ে ভালো ও দ্রুত সংস্কার পরিকল্পনা উপস্থাপন করবেন, তিনিই ওই বাড়িটির মালিক হতে পারবেন।

পেন্নে শহরের ঐতিহাসিক কেন্দ্রকে ‘খোলা আকাশের জাদুঘর’ বলা হয়। এখানে মধ্যযুগীয়, গথিক ও রেনেসাঁ স্থাপত্যশৈলীর সংমিশ্রণ রয়েছে।

পেন্নের প্রধান ঐতিহ্যের মধ্যে আছে ‘প্যালিও’ নামে এক ঘোড়দৌড় প্রতিযোগিতা। বিখ্যাত সিয়েনা শহরের প্যালিও রেসের অনুকরণে আয়োজিত হয়।

এ অঞ্চলে গম, বার্লি ও ভুট্টার চাষ হয়। পাশাপাশি বিখ্যাত ডুরুম গম থেকে তৈরি হয় স্বনামধন্য পাস্তা। খাদ্যপ্রেমীদের জন্য রয়েছে—আরোস্টিচিনি (ভেড়ার মাংসের গ্রিলড কাবাব), টিম্বালো (ইতালিয়ান লাসাগনার মতো একটি খাবার) এবং মাক্কারনি আল্লা কিতারা (হাতে তৈরি গিটার আকৃতির পাস্তা)।

উল্লেখ্য, ইতালিতে এক ইউরোর বাড়ির বিক্রয় কর্মসূচির কেন্দ্রবিন্দু হলো সিসিলি দ্বীপ। সেখানকার মুসোমেলি ও সামবুকা শহর ইতিমধ্যে বহু বিদেশি ক্রেতাকে আকৃষ্ট করেছে। সার্ডিনিয়া দ্বীপেও বর্তমানে এক ইউরোর বাড়ির কর্মসূচি চলছে।

যারা পেন্নের ঐতিহাসিক শহরে এক ইউরোতে বাড়ি কেনার সুযোগ নিতে চান, তাদের দ্রুত প্রস্তুতি নেওয়া উচিত। কেননা, এই সুযোগ সীমিত সময়ের জন্য এবং সবচেয়ে ভালো পরিকল্পনাকারীদের জন্যই বরাদ্দ থাকবে।

স্ট্যাচু অব লিবার্টি ফেরত চাইলেন ফরাসি আইনপ্রণেতা, একহাত নিল হোয়াইট হাউস

আওরঙ্গজেবের সমাধি নিয়ে উত্তপ্ত নাগপুর, অনির্দিষ্টকালের কারফিউ জারি

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে বাংলাদেশের সঙ্গে সক্রিয় যোগাযোগের পরামর্শ সংসদীয় কমিটির

পেরুতে আইনশৃঙ্খলার ব্যাপক অবনতি, জরুরি অবস্থা জারি

ইসরায়েলি হামলায় ফের নরকের দরজা খুলল গাজায়, প্রাণহানি বেড়ে ৩৪২

চাকরি ছাড়তে চান ২৫ শতাংশ তরুণ কর্মী

কেনেডি হত্যাকাণ্ডের ৮০ হাজার পৃষ্ঠার নথি প্রকাশ করছেন ট্রাম্প

তসলিমা নাসরিনের জন্য সংসদে সুপারিশ করলেন বিজেপি এমপি

বাংলাদেশের হিন্দুদের নিয়ে প্রশ্ন এড়িয়ে গেলেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র

গাজায় নিহত ২৩২, স্থল অভিযানে যাচ্ছে ইসরায়েল, জাতিসংঘের জরুরি বৈঠক কাল