হোম > বিশ্ব

ব্রাজিলে করোনায় মৃত্যু ৪ লাখ ছাড়াল

ব্রাজিলে করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা চার লাখ ছাড়িয়েছে। মৃত্যুর দিক দিয়ে যা বিশ্বে দ্বিতীয়। ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয় স্থানীয় সময় বৃহস্পতিবার এই তথ্য নিশ্চিত করেছে।

ব্রাজিলের  স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, দেশটিতে গত ২৪ ঘণ্টায় তিন হাজার একজনের মৃত্যু হয়েছে। এপ্রিলের শুরুতে ২৪ ঘণ্টায় সর্বোচ্চ চার হাজার জনের মৃত্যুর পর এটিই দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু। 

আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটারের তথ্য অনুযায়ী, ব্রাজিলে এখন পর্যন্ত চার লাখ এক হাজার ৪১৭ জনের মৃত্যু হয়েছে। দেশটিতে এ পর্যন্ত এক কোটি ৪৫ লাখ ৯২ হাজার ৮৮৬ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। 

ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসোনারো মহামারির শুরু থেকে করোনাভাইরাসকে অবজ্ঞা করে এখন প্রবল সমালোচনার মুখে পড়েছেন।  ব্রাজিলের  অনেক অঞ্চলে কঠোর বিধিনিষেধ দেওয়ার পর সংক্রমণ অনেক নিয়ন্ত্রণে চলে আসে। তবে সেসব অঞ্চলেও এখন বিধিনিষেধ সহজ করে দেয়া হয়েছে।

ব্রাজিলে মার্চ ও এপ্রিলের ৩৭ দিনে এক লাখ মৃত্যুর রেকর্ড হয়েছে। মহামারি শুরুর পর এই দুই মাস দেশটিতে সবচেয়ে ভয়াবহ অবস্থা বিরাজ করছে। এক পরিসংখ্যানে জানা গেছে,  ২১ কোটি ২০ লাখ জনসংখ্যার দেশ ব্রাজিলে প্রায় ১৩ শতাংশ টিকার প্রথম ডোজ গ্রহণ করেছেন। এদিকে মৃত্যু ও সংক্রমণের ভয়াবহ অবস্থার মধ্যেই  ভ্যাকসিন সংকটের কারণে অনেক শহরে টিকাদান বন্ধ রাখা হয়েছে।

আসামে মধ্যরাতে ট্রেনের ধাক্কায় ৭ হাতির মৃত্যু, রক্ষা পেলেন যাত্রীরা

রাশিয়াকে পশ্চিম সম্মান করলে আর যুদ্ধ হবে না: পুতিন

জানুয়ারিতে আন্তর্জাতিক বিচার আদালতে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার শুনানি

বাংলাদেশ প্রসঙ্গে বাজপেয়ির ‘সেই বক্তব্য’ সামনে আনলেন শশী থারুর

ভারতে তেল দিয়ে ফেরার পথে বিধ্বস্ত রুশ জাহাজ—প্রতিশোধের হুমকি পুতিনের

ভারতে তেল দিয়ে ফেরার পথে রুশ জাহাজে আঘাত হানল ইউক্রেন

আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের সামনে বিক্ষোভ

ভারতীয়দের বিরুদ্ধে এইচ-১বি ভিসায় ব্যাপক জালিয়াতি ও ঘুষের অভিযোগ

শান্তিতে মাচাদোর নোবেল পাওয়ার বিরুদ্ধে জুলিয়ান অ্যাসাঞ্জের মামলা

দেশের টাকমাথার লোকদের বাঁচানোর লড়াইয়ে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট