হোম > বিশ্ব

ব্রাজিলে করোনায় মৃত্যু ৪ লাখ ছাড়াল

অনলাইন ডেস্ক

ব্রাজিলে করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা চার লাখ ছাড়িয়েছে। মৃত্যুর দিক দিয়ে যা বিশ্বে দ্বিতীয়। ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয় স্থানীয় সময় বৃহস্পতিবার এই তথ্য নিশ্চিত করেছে।

ব্রাজিলের  স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, দেশটিতে গত ২৪ ঘণ্টায় তিন হাজার একজনের মৃত্যু হয়েছে। এপ্রিলের শুরুতে ২৪ ঘণ্টায় সর্বোচ্চ চার হাজার জনের মৃত্যুর পর এটিই দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু। 

আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটারের তথ্য অনুযায়ী, ব্রাজিলে এখন পর্যন্ত চার লাখ এক হাজার ৪১৭ জনের মৃত্যু হয়েছে। দেশটিতে এ পর্যন্ত এক কোটি ৪৫ লাখ ৯২ হাজার ৮৮৬ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। 

ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসোনারো মহামারির শুরু থেকে করোনাভাইরাসকে অবজ্ঞা করে এখন প্রবল সমালোচনার মুখে পড়েছেন।  ব্রাজিলের  অনেক অঞ্চলে কঠোর বিধিনিষেধ দেওয়ার পর সংক্রমণ অনেক নিয়ন্ত্রণে চলে আসে। তবে সেসব অঞ্চলেও এখন বিধিনিষেধ সহজ করে দেয়া হয়েছে।

ব্রাজিলে মার্চ ও এপ্রিলের ৩৭ দিনে এক লাখ মৃত্যুর রেকর্ড হয়েছে। মহামারি শুরুর পর এই দুই মাস দেশটিতে সবচেয়ে ভয়াবহ অবস্থা বিরাজ করছে। এক পরিসংখ্যানে জানা গেছে,  ২১ কোটি ২০ লাখ জনসংখ্যার দেশ ব্রাজিলে প্রায় ১৩ শতাংশ টিকার প্রথম ডোজ গ্রহণ করেছেন। এদিকে মৃত্যু ও সংক্রমণের ভয়াবহ অবস্থার মধ্যেই  ভ্যাকসিন সংকটের কারণে অনেক শহরে টিকাদান বন্ধ রাখা হয়েছে।

ইউরোপে ন্যাটোভুক্ত দেশে পারমাণবিক বোমার মজুত বাড়াল যুক্তরাষ্ট্র

সাইফ আলীকে ছুরিকাঘাত: সন্দেহভাজনকে বাংলাদেশি বলে চালানোর চেষ্টা ভারতীয় পুলিশের

যুদ্ধবিরতির প্রতিবাদে ইসরায়েলের জাতীয় নিরাপত্তামন্ত্রীর পদত্যাগ

গাজায় ৪৭ হাজার ফিলিস্তিনি হত্যার পর যুদ্ধবিরতি টানল ইসরায়েল

মুক্তি পেতে যাওয়া ৩ জিম্মির নাম প্রকাশ হামাসের, গাজায় ১০ জনকে হত্যা করল ইসরায়েল

ট্রাম্পের নামে মিম কয়েন, এক লাফে দাম উঠল ৩২ ডলার

অভিষেকের আগে আবারও বিক্ষোভের মুখে ট্রাম্প

গাজায় চলছে ইসরায়েলি হামলা, যুদ্ধবিরতির খবর নেই

৩০ লাখ কুকুর নিধনের পরিকল্পনা মরক্কোর

জিম্মি তালিকা নিয়ে ইসরায়েল-হামাস দ্বন্দ্ব, গাজায় যুদ্ধবিরতি অনিশ্চয়তায়

সেকশন