কর্মিবান্ধব নানা পরিষেবা ও সংস্কৃতির জন্য টেক জায়ান্ট মাইক্রোসফটের সুখ্যাতি রয়েছে। কর্মীদের জন্য চমৎকার ক্যাম্পাস, বিনা মূল্যের খাবার, ঘুমানোর কক্ষ, কাজ ও ব্যক্তিজীবনের মধ্যে ভারসাম্য এবং কর্মক্ষেত্রে নমনীয় পরিবেশ রয়েছে মাইক্রোসফটে। এ ধরনের সব সুবিধার কথা জানিয়ে সামাজিক প্ল্যাটফর্মে একটি ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে।
মাইক্রোসফটের একজন সফটওয়্যার ডেভেলপমেন্ট প্রকৌশলী ভিডিওটি পোস্ট করেছেন। এই ভিডিওর চিত্রগ্রহণ করা হয়েছে হায়দরাবাদে কোম্পানির ৫৪ একরের বিশাল কমপ্লেক্সে। সেখানে মাইক্রোসফটের কর্মীরাই বলেন, তারা কী কী সুবিধা পাচ্ছেন।
কর্মক্ষেত্রে ঘুমের কক্ষ, এআই থেকে শুরু করে গেমিংয়ের সুবিধা মিলিয়ে কাজ ও ব্যক্তিজীবনের ভারসাম্য বজায়ের জন্য প্রয়োজনীয় নানা সুবিধাই দেয় মাইক্রোসফট।
পোস্ট করার পর থেকে এ পর্যন্ত ভিডিওটিতে লাইক রিঅ্যাকশন এসেছে ২০ হাজারে বেশি। মাইক্রোসফটও অনুমোদন করেছে ভিডিওটিকে। কমেন্ট করে কর্মীর পোস্টটিকে সাধুবাদ দিয়েছে মাইক্রোসফট।
এক ব্যক্তি কমেন্ট করেছেন, ‘আমরা যারা মাইক্রোসফটের কর্মী নই, তারা ঈর্ষান্বিত।’ মাইক্রোসফটের এক কর্মী মজা করে লিখেছেন, ‘আমরা মাইক্রোসফটের কর্মী বলেই অফিসে বসে রিলস বানানোর সময় আছে।’