Ajker Patrika
হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

ইউক্রেন যুদ্ধ বন্ধের জোর সম্ভাবনা, পুতিনের সংকেত পেয়েছেন ট্রাম্প

অনলাইন ডেস্ক

ইউক্রেন যুদ্ধ বন্ধের জোর সম্ভাবনা, পুতিনের সংকেত পেয়েছেন ট্রাম্প
২০১৯ সালে জি-২০ সম্মেলনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: এএফপি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে একটি ‘ফলপ্রসূ’ আলোচনা হয়েছে। এই আলোচনায় রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার যুদ্ধ শেষ হওয়ার ‘জোর সম্ভাবনা’ রয়েছে বলেও জানান তিনি। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

ট্রাম্প তাঁর ট্রুথ সোশ্যাল পোস্টের মাধ্যমে জানিয়েছেন, ‘গতকাল (বৃহস্পতিবার) রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আমাদের খুব ভালো এবং ফলপ্রসূ একটি আলোচনা হয়েছে। অবশেষে এই ভয়াবহ, রক্তক্ষয়ী যুদ্ধ শেষ হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।’ তিনি আরও বলেন, তিনি পুতিনকে ‘সম্পূর্ণভাবে ঘিরে থাকা’ ইউক্রেনীয় সৈন্যদের জীবন বাঁচানোর অনুরোধ করেছেন।

তবে ট্রুথ সোশ্যাল পোস্টে ট্রাম্প ও পুতিনের মধ্যে সরাসরি কোনো কথা হয়েছে কি না, তা উল্লেখ করা হয়নি।

নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, মার্কিন দূত স্টিভ উইটকফ গতকাল বৃহস্পতিবার রাতে মস্কোতে পুতিনের সঙ্গে দীর্ঘ বৈঠক করেছেন।

অন্যদিকে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, পুতিন উইটকফের মাধ্যমে ট্রাম্পের কাছে একটি ‘সংকেত’ পৌঁছে দিতে এই বৈঠককে ব্যবহার করেছেন। তিনি জানান, উইটকফ ট্রাম্পকে ব্রিফ করার পর রাশিয়া ও যুক্তরাষ্ট্র তাদের রাষ্ট্রপ্রধানদের মধ্যে একটি ফোন কলের সময় নির্ধারণ করবে।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, তিনি চান মস্কো ও কিয়েভ দ্রুত যুদ্ধবিরতিতে সম্মত হোক। যাতে দ্রুত এই সংঘাতের অবসান ঘটে। তিনি সতর্ক করে দিয়ে বলেছেন, এই সংঘাত তৃতীয় বিশ্বযুদ্ধে রূপ নিতে পারে। এ ছাড়া এই যুদ্ধ ইতিমধ্যেই উভয় পক্ষের বহু মানুষের প্রাণ কেড়ে নিয়েছে।

আলাওয়ি? উত্তরে হ্যাঁ বললেই সিরিয়ার অভ্যুত্থানের সেনাদের গুলিতে বুক ঝাঁঝরা

বিমান হামলায় আইএসের ‘অন্যতম দুর্ধর্ষ’ জঙ্গিনেতা নিহত

মার্কিনবিরোধীদের সঙ্গে জাতিসংঘের যোগাযোগ আছে কি না, জানতে চায় যুক্তরাষ্ট্র

সিরিয়ার অন্তর্বর্তী সংবিধানে ইসলামি আইন, কুর্দিদের বিক্ষোভ

বীরভূমে হোলির দিনে সংঘর্ষ, ইন্টারনেট বন্ধ

বেলুচিস্তানে ট্রেনে সন্ত্রাসী হামলার মূল পৃষ্ঠপোষক আমাদের পূর্ব দিকের প্রতিবেশী: পাকিস্তান সেনাবাহিনী

এক্স নিষিদ্ধ হলে সরকারি দপ্তরগুলো কীভাবে ব্যবহার করছে, জানতে চান পাকিস্তান হাইকোর্ট

এশিয়ার ১০টিসহ ৪৩ দেশের বিরুদ্ধে ভ্রমণ নিষেধাজ্ঞা দিচ্ছেন ট্রাম্প

কিউবায় ফের বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে পুরো দেশ

ভারতের আলিগড়ে সেহরির আগে মুসলিম যুবককে গুলি করে হত্যা